দেশের নন্দিত অভিনেত্রী, নির্মাতা ও উপস্থাপিকা তানিয়া আহমেদের উপস্থাপনায় জিটিভিতে দীর্ঘদিন ধরেই প্রচারিত হচ্ছে ‘আজকের অনন্যা’। বলা যায়, জিটিভিতে প্রচারিত অনুষ্ঠানটি বাংলাদেশের একমাত্র আলোকিত নারী মঞ্চ। নারীরা এখন আর অবরোধবাসিনী নয়।
পুরুষের সঙ্গে সমানতালে তারা নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন সমাজ এবং দেশের নানা ক্ষেত্রে। তেমনই বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের অংশগ্রহণে তানিয়া আহমেদের উপস্থাপনায় তুষার জামালের প্রযোজনা এবং পরিচালনায় জিটিভির নিয়মিত দেশের একমাত্র ধারাবাহিক গেম শো ‘আজকের অনন্যা’ প্রচারিত হয় প্রত্যেক বৃহস্পতিবার রাত ৯টায়।
সাধারণত পাঁচটি ক্যাটাগরি চিন্তা করে গল্প এবং পার্টিসিপেন্ট নির্ধারণ করা হয়। এক. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, দুই. শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, তিন. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, চার. সফল জননী নারী এবং পাঁচ. নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী।
প্রতি পর্বে চারজন নারী আমন্ত্রিত হয়ে আলোকিত করেন এ মঞ্চ। বাংলাদেশের প্রতিটি অঞ্চলের দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে পথ চলতে চলতে ‘কিউট আজকের অনন্যা’ পৌঁছে গেছে ৪০০তম পর্বে। এ মঞ্চকে আরও বেশি আলোকিত করতে ৪০০তম পর্বে অতিথি হয়ে থাকছেন চার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। মৌসুমী হামিদ, সামিরা খান মাহি, আনিকা কবির শখ ও সারিকা সাবরিন। বিশেষ পর্বটি আজ রাত ৯টায় প্রচার হবে।
তানিয়া আহমেদ বলেন, ‘দেখতে দেখতে আজকের অনন্যার চারশত পর্বের প্রচার আজ। সত্যিই একে ঘিরে ভালো লাগার অনুভূতি অনেক। এই অনুষ্ঠানের শুরু থেকে আজ পর্যন্ত সম্পৃক্ত আছি। একজন বাচ্চাকে ছোট থেকে বড় করার পর মা যখন সেই সন্তানের সাফল্যে আনন্দিত হয়, গর্বিত হয় আজকের অনন্যার ক্ষেত্রেও আমার অনুভূতিটা ঠিক তেমনই।’
অনুষ্ঠানটির প্রযোজক তুষার জামাল বলেন, ‘এই অনুষ্ঠান দর্শকের কাছে জনপ্রিয় একটি অনুষ্ঠান, এ জনপ্রিয়তা ধরে রাখাটাও চ্যালেঞ্জ ছিল। এই শোটি যে শুধুই নারীদের তা নয়, পুরুষদেরও প্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। তানিয়া আপা তার উপস্থাপনার মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে এই অনুষ্ঠান দিয়ে ভালোবাসা ছড়িয়ে দিতে পেরেছেন, এই কৃতিত্ব শুধুই আমার না পুরো টিমের।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন