বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৯:৫১ এএম

আসছে নাটক ‘আলো আঁধারে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৯:৫১ এএম

আসছে নাটক ‘আলো আঁধারে’

ছবি: রূপালী বাংলাদেশ

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি নির্মিত হয়েছে ভালোবাসার গল্পে একক নাটক ‘আলো আঁধারে’। নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন মাফতোহা জান্নাত জিম ও সফল খান। অর্পনা রানী রাজবংশীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজনীন হাসান খান। এতে আরও অভিনয় করেছেন ফরিদ হোসাইন, আনোয়ার শাহী প্রমুখ। 

নাটক প্রসঙ্গে নাজনীন হাসান খান বলেন, ‘ভালোবাসা দিবস মানেই প্রেম-ভালোবাসার গল্প কিংবা ফুলের শুভেচ্ছা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকা তা কিন্তু নয়। সফলতার ভিড়ে যে ব্যর্থতার গল্পও রয়েছে। রয়েছে ত্যাগ, দ্রোহ, বঞ্চনা, পরিতাপ কিংবা বিচ্ছেদ। তেমনি একটি গল্প ‘আলো আঁধারে’। গল্পটি প্রেমিক যুগলদের হৃদয়কে আন্দোলিত করবে বলে আমার বিশ্বাস।’ 

অর্পনা রানী রাজবংশী বলেন, ‘আলো আঁধারে নাটকটিতে রয়েছে এক জীবনে ভালোবাসার বহুমুখী দহন, যে কিনা একজন স্বামীই নয়, একজন প্রেমিক পুরুষও। বর্তমান সমাজে যেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অহরহ তালাকের ঘটনা ঘটছে, সেখানে প্রিয়তমা স্ত্রীর বিয়োগের পরও নতুন করে সংসার সাজাতে দিচ্ছে না দিহানের মন। একেই বুঝি বলে ভালোবাসার সঠিক মূল্যায়ন।’ 

গল্পে দেখা যাবে, দিহান ও মিলির ভালোবাসা মাখা সুখের সংসার। যেখানে কোনো কিছুরই যেন অভাব থাকে না। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, বিধাতার রং তুলির খেলায় ক্যানসার নামক ব্যাধি দিহান ও মিলির সুখের সংসারে নেমে আসে আলোর মধ্যে আঁধারের ছায়া। 

দিহান মিলিকে বাঁচাতে অস্থির হয়ে পড়ে। বহু দৌড়ঝাঁপ ও চেষ্টা সত্ত্বেও কিছুই করতে পারছে না সে। ক্যানসারের এ স্টেজে কিছু যে করারও নেই তার। চোখের সামনে ভালোবাসার প্রিয় মানুষটি এভাবে ধুঁকে ধুঁকে মরে যাচ্ছে তা সে সহ্য করতে পারছে না। 

নানা চিন্তা আর উৎকণ্ঠা নিয়ে গাড়ি চালাতে গিয়ে এক্সিডেন্ট করে দিহান। মিলির জীবনের শেষ দিনগুলো যেন বিষময় হয়ে উঠে। দিহান নিজের কষ্ট আড়াল করে মিছে হাসিখুশি রাখার চেষ্টা করে মিলিকে। সময় যে বয়ে যায়, থেমে থাকে না আবেগময় পৃথিবীর কিছুই। মিলি সিক্ত হয় দিহানের পাগলপ্রায় ভালোবাসায়। এমনই জীবনধর্মী ভালোবাসার গল্পে ‘আলো আঁধারে’ নাটকটি দেখা যাবে ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশনের পর্দায়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!