বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রেজাউল করিম খোকন

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১১:৫৬ এএম

অপেক্ষায় কিয়ারা

রেজাউল করিম খোকন

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১১:৫৬ এএম

অপেক্ষায় কিয়ারা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। এ বছরই কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে আসছে খুদে সদস্য। সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের ওপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজা। এভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। তার সঙ্গে লিখেছেন, আমাদের জীবনের সেরা উপহার। শিগগিরই আসছে। পোস্টটি ছড়িয়ে পড়তেই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। 

এরই মধ্যে কিয়ারা ও সিদ্ধার্থ দম্পতি ঘোষণা দিয়েছেন, তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। তার আগমন উপলক্ষে কিয়ারা এখন নিজের দিকে বেশি খেয়াল রাখছেন। অনাগত সন্তানের কথা ভেবে ‘ডন ৩’ সিনেমা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই নায়িকা।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের দুই বছরের মাথায় সুখবর দিলেন তারা। এর আগে সাম্প্রতিক কয়েক বছরে সমসাময়িক আরও বেশ কয়েকজন বলিউড নায়িকা সন্তানের মা হয়েছেন। এদের মধ্যে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ইয়ামি গৌতম প্রমুখের কথা বলা যায়। 

একই পথে এবার পা বাড়িয়েছেন বলিউডের সুন্দরী আবেদনময়ী গ্ল্যামারাস নায়িকা কিয়ারা আদভানি। মা হওয়ার খবর দেওয়ার পর প্রথমবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিলেন কিয়ারা। একটি ফটোশুটের জন্য প্রস্তুতি নিতে এদিন সাদা শার্ট ও সাদা ডেনিমে নজর কাড়লেন অভিনেত্রী। 

মুখের চওড়া হাসিতে যেন মাতৃত্বের জেল্লা ফেটে পড়ছে। পাপারাজ্জিরা শুভেচ্ছা জানাতেই হাসি মুখে ধন্যবাদ জানাতে দেখা যায় কিয়ারাকে। তার এই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। অন্যদিকে, ছড়িয়ে পড়েছে তার একটি পুরোনো সাক্ষাৎকারও। ২০১৯ সালে ‘যুগ যুগ জিয়ো’ সিনেমার প্রচারে সন্তান ধারণ প্রসঙ্গে একটি মন্তব্য করেন অভিনেত্রী।

তিনি জানান, মাতৃত্বকালীন সময়ে যা খুশি তাই খেতে পারবেন বলে, মা হতে চান তিনি। এমনকী কিয়ারা এও জানান যে, তার মতে একটি পরিপূর্ণ পরিবারের অর্থ বাবা-মা ও দুই সন্তান।

 তাই তিনিও দুই সুস্থ সন্তানের মা হতে চান। পুত্র ও কন্যা, দুজনকেই সমান ভালোবাসা দিয়ে বড় করা তার স্বপ্ন। গত ২৮ ফেব্রুয়ারি নিজেদের জীবনের সব থেকে বড় সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থ। ইনস্টাগ্রামে দুজনের হাতে ধরা একটি ছোট্ট শিশুর মোজার ছবি পোস্ট করেছিলেন এই তারকা দম্পতি। 

সুসংবাদ ভাগ করে নেওয়ার ঠিক এক দিনের মাথায় কিয়ারাকে দেখা যায় ক্যামেরার সামনে পোজ দিতে। একটি সাদা রঙের শর্ট কো-অর্ড ড্রেস পরে ছবি শিকারিদের সামনে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অভিনেত্রীর সেই ভিডিও। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন কিয়ারা। শুধু তাই নয়, আগামী নতুন অতিথির জন্য শুভেচ্ছা জানাতেই লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী। মাথা নাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে নির্ধারিত ভ্যানিটি ভ্যানের দিকে এগিয়ে যান ‘শেরশাহ’ খ্যাত অভিনেত্রী।

উল্লেখ্য, ‘শেরশাহ’ সিনেমার শুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েন তারা। ২০২২ সালে কফি উইথ করণ অনুষ্ঠানে এসে প্রথম নিজেদের ভালোবাসার কথা স্বীকার করেছিলেন তারা। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানে আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই তারকা জুটি। 

‘গুড নিউজ’ সিনেমার প্রচারের সময়ের এক সাক্ষাৎকারে কিয়ারাকে জিজ্ঞাসা করা হয়, ‘যদি আপনার যমজ সন্তান হয়, তাহলে আপনি কী রকম কম্বিনেশন পছন্দ করবেন? দুটি মেয়ে, দুটি ছেলে, নাকি একটি ছেলে এবং একটি মেয়ে?’ কিয়ারা উত্তর দেন, ‘আমি কেবল দুটি সুস্থ সন্তানের জন্ম দিতে চাই যা ঈশ্বর আমাকে উপহার দেবেন।’

কিয়ারার কথা শুনে মজার ছলে কারিনা বলেন, ‘তুমি সেরার মুকুট পাবে।’ তারপর রসিকতা করে কারিনা বলেন যে, কিয়ারার কথা শুনে মনে হচ্ছে মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় এই উত্তর দিচ্ছেন তিনি। তা শুনে কিয়ারা জানান তিনি একটি মেয়ে এবং একটি ছেলে চান। কিয়ারাকে পরবর্তীতে স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে ‘ওয়ার’-এ দেখা যাবে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং হৃতিক রোশন। চলতি বছরের ১৪ আগস্ট এই সিনেমা মুক্তি পেতে চলেছে।

বলিউডের একাধিক অভিনেত্রীরা মাতৃত্বকালীন ছুটি নেননি এর আগে। সেই তালিকায় যেমন আলিয়া ভাট রয়েছেন, তেমনই দীপিকা পাড়ুকোনও রয়েছেন। সেই পথেই হাঁটলেন কিয়ারাও। 

মুম্বাইয়ের এক স্টুডিওয় দেখা গেছে অভিনেত্রীকে। অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমবার ক্যামেরার সামনে কিয়ারা, অতঃপর তার ওপর যে পাপারাজ্জিদের লেন্সের তাক থাকবে, সেটা বলাইবাহুল্য। 

দেখতে দেখতে গুটি গুটি পায়ে দাম্পত্যের দু-বছর কাটিয়ে ফেললেন তারা। এবার বিয়ের দ্বিতীয় জন্মদিন পার হতেই অনুরাগীদের সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা। তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। দুই থেকে তিন হতে চলেছেন বলিউডের তারকা দম্পতি।

এই সময়ে খাওয়া-দাওয়া তো বটেই, ত্বক ও চুলের পরিচর্যাতেও একটু বেশিই যত্ন নিচ্ছেন অভিনেত্রী। কিয়ারা জানিয়েছেন, রাসায়নিক দেওয়া কোনো ক্রিম বা প্রসাধনীই তিনি ব্যবহার করছেন না। 

পরিবর্তে ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নিচ্ছেন। ঠাকুরমার বানিয়ে দেওয়া বিশেষ এক রকম ফেস মাস্কেই তার ত্বক তরতাজা রয়েছে। গর্ভাবস্থায় হরমোনের তারতম্য ঘটে। ফলে অনেকের ত্বকেই দাগছোপ দেখা দেয়।

কিয়ারা আরও জানিয়েছেন, এই সময়ে ত্বক যাতে কোমল ও মসৃণ থাকে সে জন্য কিছু নিয়ম মেনে চলছেন তিনি। ব্যবহার করছেন ঠাকুরমার বানিয়ে দেওয়া ঘরোয়া উপকরণে তৈরি ফেসপ্যাকও। অভিনেত্রী জানান, যখন বাইরে বেরোন তখন সানস্ক্রিন অবশ্যই লাগান তিনি। রাতে শোয়ার আগে ত্বকের পরিচর্যা নিয়ম মেনে করেন। সমস্ত মেকআপ তুলে ক্লিনজং ও ময়েশ্চারাইজিং করতে ভোলেন না।
 

রূপালী বাংলাদেশ

Link copied!