নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গবৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি বিশেষ ভূমিকা পালন করে।
বিশেষ এই দিবস উপলক্ষে ‘নারীদের নিয়ে কিছু না বলা সত্য কথা’ বলবেন নন্দিত অভিনেত্রী অপি করিম। সম্প্রতি নির্মিত হয়েছে সচেতনতামূলক ওয়েব কনটেন্ট, যার কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন অপি। রাসেল মাহমুদের স্ক্রিপ্টে এটি নির্মাণ করেছেন সজল আহমেদ।
নির্মাতা বলেন, ‘এই কনটেন্টটির মাধ্যমে নারীদের চলমান কিছু বাস্তব প্রেক্ষাপট, তাদের কিছু সত্য কথা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। পাশাপাশি একটি সামাজিক বার্তা দিতে চাই।
এ রকম সচেতনতামূলক একটা কনটেন্টের জন্য একজন সফল নারীই প্রয়োজন ছিল, কারণ একজন সফল নারীর কাছ থেকে মেসেজটা গেলে সাধারণ মানুষরা সেটা সহজেই গ্রহণ করবেন। এর জন্য অপি করিম আপুকেই আমার কাছে সবচেয়ে সফল নারী বলে মনে হয়েছে। যার কারণে তাকেই আমি নিয়েছি।’
জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কনটেন্টটি শিগগিরই অনলাইনে উন্মুক্ত হবে। নন্দিত অভিনেত্রী, মডেল ও স্থপতি অপি করিম। দীর্ঘদিন ধরে পর্দায় কিংবা মঞ্চে কোথাও নেই তার উপস্থিতি।
অথচ মঞ্চে নিয়মিত এ মুখ বিশেষ দিনে বিশেষ নাটকে দর্শকদের সামনে হাজির হতেন মানসম্পন্ন কাজ নিয়ে। জনপ্রিয় এ অভিনেত্রীর শূন্যতা যেন সর্বত্র। এতদিন ভালো গল্পের অপেক্ষায় ছিলেন অভিনেত্রী। ‘কিছু না বলা সত্য কথা’ দিয়ে চেনা ছন্দে ফিরছেন অপি করিম।
 

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন