গাজার মানুষের প্রতি তার সমর্থন আবারও জোরালোভাবে জানালেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি পোস্টে তিনি গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণের তীব্র সমালোচনা করেছেন এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
গত ১৯ এপ্রিল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ডক্টরস উইদাউট বর্ডারসের (ডব্লিউএফএস) একটি বিবৃতি শেয়ার করে জোলি গাজার বাস্তবতাকে তুলে ধরেন, যেখানে ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়নকে ‘গণকবর’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
জোলির পোস্টে বলা হয়, ‘ইসরায়েলি বাহিনী যখন আকাশপথ, স্থলপথ ও সমুদ্রপথে গাজায় সামরিক অভিযান আবারও শুরু ও সম্প্রসারিত করছে, তখন জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফিলিস্তিনিদের জীবনব্যবস্থা আবারও পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।’
এ মন্তব্যে জোলির ক্ষোভ স্পষ্ট, যিনি দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও পরে বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জোলি শেয়ার করা বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলের প্রাণঘাতী হামলা কেবল ফিলিস্তিনিদের জন্য নয়, গাজায় কাজ করা স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তাকারীদের জীবনকেও হুমকির মুখে ফেলেছে।
ডক্টরস উইদাউট বর্ডারস বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি গাজা থেকে ‘অমানবিক ও প্রাণঘাতী অবরোধ’ তুলে নেওয়ার দাবি জানিয়ে বলেছে, ‘ফিলিস্তিনিদের জীবন এবং চিকিৎসা সহায়তাকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ একই সঙ্গে পোস্টে একটি টেকসই যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয়েছে।
গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু—এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই প্রেক্ষাপটে অ্যাঞ্জেলিনা জোলির মতো একজন প্রভাবশালী তারকার এই বার্তা আন্তর্জাতিক মহলে গাজার প্রতি সহানুভূতির আওয়াজ আরও জোরদার করবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন