ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫

গোপনে কাকে বিয়ে করেছিলেন তাপসী পান্নু?

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ১১:০৬ এএম
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ছবি: সংগৃহীত

প্রচারের আলো থেকে সরে গিয়ে ২০২৪ সালের ২৩ মার্চ ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বো-এর সঙ্গে গোপনে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী তাপসী পান্নু। এবার বিয়ের এক বছর ঘুরতেই বোনের সঙ্গে জোট বেঁধে নতুন বাড়ি কিনেছেন অভিনেত্রী।

মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় একটি বিলাসবহুল এলাকায় ১৬৬৯ বর্গফুট আয়তনের নতুন ফ্ল্যাটে একসঙ্গে থাকছেন তাপসী ও  শগুন পান্নু।  ২০২৫-এর মে মাসেই বাড়ি কেনার যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করেছেন তাপসী। নতুন বাসস্থানের দাম ৪.৩৩ কোটি টাকা। এ ছাড়া স্ট্যাম্প ডিউটির জন্য তাপসী ও শগুন ২১.৬৫ লাখ টাকা দিয়েছেন। এই আবাসিক এলাকায় আরও কয়েকজন বলিউড তারকা ও শিল্পপতিদের বাস।

বিয়ের আগেও মুম্বাই শহরে বোনের সঙ্গেই একটি ফ্ল্যাটে থাকতেন তাপসী। বিয়ের পরে কেন ফের আরও একটি ফ্ল্যাট কিনলেন দুই বোন, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহলী অভিনেত্রীর অনুরাগীরা।

বিয়ের বিষয়ে কেন গোপনীয়তা রেখেছিলেন? এমন প্রশ্নের জবাবে তাপসী বলেন, একজন খ্যাতনামাকে বিয়ে করলে মানুষের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন। আমার ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত জীবনের সঙ্গে যুক্ত থাকা মানুষের এই অভিজ্ঞতা হোক, তা আমি চাইনি। আমার সঙ্গী বা আত্মীয়দের বিষয় নয়, এটা পুরোপুরি আমার সিদ্ধান্ত। মানুষ জানতে পারলে কীভাবে নেবেন, সেই বিষয়ে নিশ্চিত ছিলাম না। তাই নিজের মধ্যেই সীমিত রেখেছিলাম।

তিনি বলেন, আমি কোনোভাবেই বিয়ের বিষয়টা প্রকাশ্যে আনতে চাইনি। তা হলে নিজের বিয়ে উপভোগ না করে লোকে কী বলছে, সেই বিষয়ে চিন্তা করতে হতো।

২০১৬ সালে তাপসী অনিরুদ্ধ রায় চৌধুরীর পিংক চলচ্চিত্রে অমিতাভ বচ্চন ও কীর্তি কুলহারির সাথে অভিনয় করেন। যা সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করে। বিশ্বব্যাপী ১৩.১২ মিলিয়ন ডলার আয়ের পাশাপাশি চলচ্চিত্রটি বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল। এ ছাড়াও সমালোচকদের প্রশংসাসহ অন্যান্য সামাজিক সমস্যা বিভাগে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে; যেখানে তাপসী শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জি সিনে পুরস্কারে মনোনীত হয়েছিল।

২০১৭ সালে তাপসীর প্রথম মুক্তিপ্রাপ্ত প্রণয়ধর্মী হাস্যরস-চলচ্চিত্র রানিং শাদি। এরপর সংকল্পের নৌযুদ্ধের দ্বিভাষিক চলচ্চিত্র দ্য গাজি অ্যাটাক মুক্তি পায়। দুটি চলচ্চিত্রই বাণিজ্যিক সাফল্য লাভ করেছিল। অক্ষয় কুমার, অনুপম খের, মধুরিমা তুলি এবং মনোজ বাজপেয়ীর সাথে তিনি বেবি চলচ্চিত্রের স্পিন-অফ হিসেবে নির্মিত নাম শাবানা চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন। বাণিজ্যিকভাবে চলচ্চিত্রটি সাফল্য লাভ করার পাশাপাশি সর্বমোট ৬.৮৬ মিলিয়ন ডলার আয় করে। সে বছরের তার শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ডেভিড ধবন পরিচালিত জুড়ওয়া ২ বিশ্বব্যাপী  ২৭.৮২ মিলিয়ন ডলার ব্যবসা করেছিল।

তাপসীর কর্মজীবনে ২০১৮ সাল ছিল সমালোচনামূলক এবং বাণিজ্যিকভাবে সাফল্যের বছর। এ বছর তার চারটি চলচ্চিত্র, দিল জুঙ্গলি, সোরমা, মুল্ক এবং মনমর্জিয়া মুক্তি পায়। শেষের দুটি বক্স অফিসে সাফল্য লাভ করেছিল। তবে, অনুভব সিনহার মুল্ক চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে তাপসীর অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল এবং ৬৪তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার মনোনয়ন পেয়েছিলেন।

২০১৯ সালে তাপসী সুজয় ঘোষের রহস্য-থ্রিলার বদলা চলচ্চিত্রে একজন ব্যবসায়ী চরিত্রে অভিনয় করেছিলেন। যা ছিল অমিতাভ বচ্চনের সাথে তার দ্বিতীয় কাজ। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ১৫.৮৯ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে সাফল্য লাভ করেছিল। সে বছর তার দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত কলিউড নাট্য চলচ্চিত্র গেম ওভার বক্স অফিসে ব্যর্থ হয়। ২০১৯ সালে তার সর্বশেষ চলচ্চিত্র ছিল তুষার হিরানন্দনির জীবনীচলচ্চিত্র ষাণ্ড কি আঁখ। যেখানে তিনি শর্টশুটার চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও বক্স অফিসে বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল চলচ্চিত্রটি। তবে তাপসীর অভিনয় ইতিবাচকভাবে পর্যালোচনা লাভ করার পাশাপাশি তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার এবং ভূমি পেডনেকরের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্ক্রিন সমালোচক পুরস্কারের জিতেছিলেন।