অমর একুশে গ্রন্থমেলায় কবিতার বই প্রকাশ করে এবং পরবর্তীতে নারী ভক্তদের সঙ্গে মেলামেশা নিয়ে সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবার নাটকের প্রধান চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন।
তার অভিনীত প্রথম নাটক ‘নাজায়েজ’ সম্প্রতি কাফির নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
এর আগে বইমেলায় কাফির আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল, বিশেষ করে নারী ভক্তদের হাত ধরা এবং তাদের প্রতি অতিরিক্ত মনোযোগের কারণে।
সে সময় কাফি অবশ্য তার কাজের জন্য ক্ষমা চেয়েছিলেন এবং স্বীকার করেছিলেন যে বইমেলার মতো একটি জনবহুল স্থানে এমন আচরণ ঠিক হয়নি।
এবার ‘নাজায়েজ’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হলো কাফির। নাটকে তার বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন উর্মি।
এছাড়াও হারুন রশিদ বান্টি এবং সাহেলা আক্তারসহ আরও অনেকে এই নাটকে অভিনয় করেছেন। রেজা মাহমুদ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন।
‘নাজায়েজ’ নাটকের গল্পে কাফি একজন ধার্মিক মেয়েকে ভালোবাসেন এবং তার জন্য গ্রামে যান। তবে মেয়েটির বাবা তাকে মারধর করে রক্তাক্ত করেন। এই ঘটনার পর কাফি ফেসবুক লাইভে এসে পুরো ঘটনা তুলে ধরেন, যার ফলস্বরূপ তার ভক্তরা ছুটে আসে এবং তার সঙ্গে সেলফি তোলে।
নাটকের নামের সার্থকতা সংলাপে উঠে এসেছে। এক দৃশ্যে নায়িকা উর্মি কাফিকে জানান যে তার বাবা তাদের বিয়েতে রাজি হয়েছেন। এ সময় কাফির একটি ভুল কথা বলার মাশুল হিসেবে উর্মি কাফির বাইকে চড়ে পুরো গ্রাম ঘুরতে চান।
কাফি এই প্রস্তাবে রাজি হন, তবে একটি শর্ত দেন। বাইকে উঠলেও তাকে স্পর্শ করা যাবে না, কারণ বিয়ের আগে স্পর্শ করা ‘নাজায়েজ’। এই সংলাপটিই নাটকের মূল বার্তা এবং নামের উৎস।
আপনার মতামত লিখুন :