বাসর রাতে নিলয় আলমগীরের চরিত্র ফরহাদের টাক দেখে অজ্ঞান হয়ে যায় শিলার চরিত্রে অভিনয় করা জান্নাতুল সুমাইয়া হিমি। এমন মজার দৃশ্য নিয়ে আসছে ঈদের বিশেষ নাটক ‘টাক কোনো সমস্যা না’।
জুলফিকার ইসলাম শিশিরের রচনা ও পরিচালনায় এই নাটকটি প্রচারিত হবে আরটিভিতে ঈদের পঞ্চম দিন রাত ৮টায়।
গল্পে দেখা যাবে, ফরহাদ একজন বেকার যুবক, যিনি মাথার টাক ঢাকতে আলগা চুল ব্যবহার করেন। এলাকার মেয়েরা কেউই টাক দেখে তাকে পছন্দ না করায় তিনি দুলাভাইয়ের এলাকায় গিয়ে বিয়ের চেষ্টা শুরু করেন এবং চুল গজানোর চিকিৎসাও চালিয়ে যান।
অন্যদিকে শিলা রূপে-গুণে অনন্যা হলেও অত্যন্ত অহঙ্কারী এবং চুলহীন, অসুন্দর ছেলেদের তীব্র অবজ্ঞা করে। এক চ্যালেঞ্জে পড়ে সে ঘোষণা দেয়, ‘চুলওয়ালা হ্যান্ডসাম ছেলে’ বিয়ে করেই দেখাবে।
অবশেষে শিলা ভুল করে আলগা চুল লাগানো ফরহাদকে ভালোবেসে এক টাকা দেনমোহরে বিয়ে করে। কিন্তু বাসর রাতে ফুলের ঘ্রাণে হাঁচি দিয়ে ফরহাদ যখন নিজের টাক ফাঁস করে ফেলে, তখনই অজ্ঞান হয়ে যায় শিলা।
জ্ঞান ফিরে কান্নাকাটি, অপমান, বিচ্ছেদের সিদ্ধান্ত - সব মিলিয়ে কাহিনিতে আসে একের পর এক মোড়।
শিলার মুখে দুর্ঘটনায় গরম তেল পড়ে সৌন্দর্য নষ্ট হওয়ার পর সেই অহঙ্কার ভেঙে যায়।
সেই সময় ফরহাদ বলে, ‘আমি তোমার চেহারাকে নয়, তোমার মনকে ভালোবেসেছি’। এ কথায় শিলা আবেগে ভেসে যায়।
আয়ুষ্মান খুরানা ও ইয়ামি গৌতম অভিনীত বলিউড কমেডি ছবি ‘বালা’র সাথে বেসিক গল্পের মিল থাকলেও নাটকটির দ্বিতীয়ার্ধে কিছুটা ভিন্নতা আছে বলে ধারণা করা হচ্ছে।
চুল, সৌন্দর্য আর সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এই নাটকটি হাস্যরস আর আবেগের মিশেলে দর্শকদের জন্য হয়ে উঠবে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন