২০২৪-২৫ অর্থবছরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী জাকিয়া বারী মম। ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে গত ২৫ মে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে তার এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসে ৩২টি চলচ্চিত্রকে ৯ কোটি টাকা অনুদান ঘোষণার পর।
মম গণমাধ্যমকে বলেন, ‘আমি পদত্যাগ বেশ আগেই করেছি। ২৫ মে তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। জানিয়েছি, ব্যক্তিগত ও পেশাগত কারণে আমি আর এখানে সময় দিতে পারছি না।’
জুলাই বিপ্লবে রাজপথে ছিলেন যিনি, সেই মম রাষ্ট্রের ডাকে হাসিমুখে যোগ দিয়েছিলেন চলচ্চিত্রের উন্নয়ন আর সংস্কারের আশায়। অভিনয়ের ব্যস্ততা সরিয়ে রেখে দায়িত্ব নিয়েছিলেন চলচ্চিত্র অনুদান কমিটিতে।
কমিটি ছাড়ার বিষয়ে তিনি বলেন, ‘আমার যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়াপাওয়া নাই ক্ষমতার কাছে, শুধু কাজটাই করতে চেয়েছিলাম। কিন্তু সেটা ঠিকঠাক করতে পারিনি। তাই ভাবলাম আমার ছেড়ে দেওয়া পদে অন্য কেউ এসে অনেক কাজ করলে সেটা ভালো হবে কমিটির জন্য।’
চলচ্চিত্র অনুদান কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, নির্মাতা ও প্রযোজক আকরাম খান, নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার এবং রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন