শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৭:৫৩ পিএম

হেরা ফেরি ৩

ফিরে এসে প্রিয়দর্শনের কাছে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৭:৫৩ পিএম

শুটিং চলাকালে নির্মাতা প্রিয়দর্শনের সাথে অভিনেতা পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার। ছবি - সংগৃহীত

শুটিং চলাকালে নির্মাতা প্রিয়দর্শনের সাথে অভিনেতা পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার। ছবি - সংগৃহীত

‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে বলিউডে ফের জমে উঠেছে আলোচনা। অনেক জলঘোলা শেষে অবশেষে ‘হেরা ফেরি ৩’-তে ফিরছেন পরেশ রাওয়াল। এক সময় যিনি সিনেমাটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বলিউডে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন, তিনিই এখন প্রিয়দর্শনকে ফোন করে বললেন, ‘আমি সিনেমাটা করছি।’

একটি গণমাধ্যমকে প্রিয়দর্শন বলেন, ‘আকস্মিকভাবে একদিন অক্ষয় আর পরেশ দুজনেই আমাকে ফোন করে জানায়, সব ঠিক হয়ে গেছে। আমি তো অবাক। পরেশ নিজে বললেন, ‘স্যার, আমি সিনেমাটা করছি। আমি কখনোই আপনার প্রতি অসম্মান দেখাইনি। আমি তো আপনার সঙ্গে ২৬টা সিনেমা করেছি। ব্যক্তিগত কিছু সমস্যার জন্যই সে সময় এমনটা করতে হয়েছিল। এখন অক্ষয়, সুনীল আর আমি সব পরিষ্কার করে নিয়েছি।’

আসলে ‘হেরা ফেরি ৩’ থেকে পরেশ রাওয়ালের বেরিয়ে যাওয়ায় ব্যাপক সমালোচনা হয়। কেউ বলেন টাকার ঝামেলা, কেউ বলেন সৃজনশীল মতবিরোধ। এমনকি শোনা যায়, সিনেমার সহ-প্রযোজক অক্ষয় কুমার নাকি পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করতেও প্রস্তুত ছিলেন। সেই বিতর্কের সব পর্দা ফাঁস করেই এবার তিন পুরনো বন্ধুর মিলনের খবর সামনে এল।

প্রিয়দর্শন বলেন, ‘আমি জানি, ‘হেরা ফেরি’র মতো কিছু করা অসম্ভব। দ্বিতীয় সিনেমাটাও তেমন হয়নি, ওটা তো একেবারে একটা হলিউড সিনেমার কপি ছিল। কিন্তু ‘হেরা ফেরি’র আসল প্রাণ অক্ষয়, সুনীল আর পরেশ। এদের ছাড়া কিছুই হয় না। একবার তো এক ডায়মন্ড ব্যবসায়ী প্লেনে আমাকে বললেন, ‘পরেশ রাওয়ালকে আনুন, না হলে আমরা দেখব না।’’

অন্যদিকে পরেশ রাওয়াল একটি পডকাস্টে বলেন, ‘সিনেমাটা হবেই, শুধু একটু ঘষামাজা দরকার ছিল। আমরা সবাই বহু বছরের বন্ধু- প্রিয়দর্শন, অক্ষয়, সুনীল। সবটাই আবার ঠিক হয়ে গেছে।’

‘হেরা ফেরি ৩’ নিয়ে আবারও বাড়ছে উত্তেজনা। নতুন করে মজার ইনিংস খেলতে মাঠে নামছে বলিউডের পুরনো এই কমেডি ত্রয়ী।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!