শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০২:৩৩ পিএম

রাজীব মণি দাসের ‘মাস্তান গার্লফ্রেন্ড’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০২:৩৩ পিএম

পরিচালক রাজীব মণি দাস।     ছবি- সংগৃহীত

পরিচালক রাজীব মণি দাস। ছবি- সংগৃহীত

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী আ খ ম হাসান ও মৌসুমী হামিদকে নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘মাস্তান গার্লফ্রেন্ড’।

রাজীব মণি দাসের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী রাজু, সায়কা আহমেদ, জাহাঙ্গীর আলম, ফাহমিদা রহমান তৃষা, ফরিদ হোসাইন, এবি রশিদ, মিলিন হোসেন প্রমুখ।

গল্পে দেখা যায়, তানিশা একটা মেয়ে মানুষ হয়ে কীভাবে গ্রামের মধ্যে গুন্ডামি করে বেড়ায়। এমনকি, ভালোবাসার মানুষ নাদেরের সাথেও হুমকি-ধমকি দিয়ে ভালোবাসা আদায় করতে চায়। তানিশার এমন আচরণে বিরক্ত নাদের। তবে তানিশার মাস্তানিটা একটু ভিন্ন রকমের।

এলাকার চোর, মাদকাসক্ত, ইভটিজার, চাঁদাবাজ, ঘুষখোরদের বিরুদ্ধেই তার মাস্তানি। যারা অন্যায় করে, জুলুম করে তাদের সে শায়েস্তা করে। তার ভয়ে গ্রামের মাতুব্বরগণ ঠিকমতো ঘুষও খেতে পারে না। নাদের তানিশাকে দেখলে না দেখার ভান করে চলে যায়। তারপরও তানিশা তার ভালোবাসার মানুষকে আগলে রাখার চেষ্টা করে।

নাদেরও তানিশাকে পছন্দ করে, কিন্তু মাস্তানির কারণে এড়িয়ে চলে। আর যাইহোক, এমন মাস্তান মেয়েকে কেউই ভালো চোখে দেখে না। মেয়ের এমন মাস্তানি তার মায়েরও ভালো লাগার কথা না। প্রতিদিনই মায়ের কাছে নালিশ আসে। কিন্তু তানিশার মা এগুলোকে পাত্তা দেয় না।

নাট্যকার ও পরিচালক রাজীব মণি দাস বলেন, ‘মাস্তান শব্দটা শুনলে আমরা ঘাবড়ে যাই, নেগেটিভ চিন্তা চলে আসে। এই গল্পের নায়িকাকে শুরুতে নেগেটিভভাবে দেখতে পাবে দর্শক। তবে কেন সে মাস্তান এবং কাদের চোখে মাস্তান আর কাদের চোখে সে দয়ালু কিংবা সঠিক কাজটাই করছে, সেটা গল্পের শেষে গিয়ে খোলাশা হয়। রহস্যময় চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল।

দর্শকের ভালো লাগবে এমন গল্প। আদৌতে তানিশা মাস্তান কি না- সেটা জানতে হলে দেখতে হবে গল্পটি। কি এমন রহস্য লুকিয়ে আছে নাটকটিতে? শিগগিরই নাটকটি প্রচারে আসবে বলে জানিয়েছেন পরিচালক রাজীব মণি দাস।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!