চর্যাপদের গানের পুনর্জাগরণের একযুগ পূর্তি উপলক্ষে ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী চর্যাপদ পুনর্জাগরণ উৎসব-২০২৫। বুধবার (৯ জুলাই) একাডেমির সেমিনার কক্ষ এবং স্টুডিও থিয়েটার হলে শুরু হয় এ উৎসব।
বাংলাদেশের ভাবসাধকদের অংশগ্রহণের এ উৎসবের শুরুতে ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা সমবেতভাবে লুইপা রচিত চর্যাপদের প্রথম পদটি পরিবেশন করেন। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফ্রান্স থেকে আগত লালনপন্থি সাধিকা ফকির দেবোরাহ জান্নাত।
তিনি বলেন, ‘আদি সংস্কৃতির মধ্যেই মানবের মুক্তি। চর্যাপদের গানে তার নির্দেশনা রয়েছে। আজকে সাধকেরা যে চর্যাপদের গানের পুনর্জাগরণের করেছেন, তা এদেশের প্রাচীন সাধনার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে দিচ্ছে। নিজের হৃদয়ের কাছে পৌঁছানোর জন্য চর্যাগান থেকে লালন সাঁইয়ের গানের কাছে, জ্ঞানের কাছে ফিরতে হয়।’
বক্তব্যের পাশাপাশি তিনি চর্যাপদের গান ৬ সংখ্যক গান পরিবেশন করেন। বিশেষ অতিথি ছিলেন আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক-শিক্ষক ড. কিথ ই কান্তু।
তিনি বলেন, ‘চর্যাপদের গান বাংলাদেশের প্রাচীন ইতিহাসের অংশ। এই গানের পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশের ভাসাধকগণ তাদের যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়।’
এ ছাড়াও শুভেচ্ছা বক্তৃতা করেন বালাদেশের চর্যাপদের গানের সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আগত চর্যাপদের গানের পুনর্জাগরণের শিল্পী বাবুল আক্তার বাচ্চু।
উদ্বোধন অনুষ্ঠানের পর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টুডিও থিয়েটার হলে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসরে চর্যাগান পরিবেশন করেন পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আগত সাধকশিল্পী বাবুল আক্তার বাচ্চু, লুৎফর রহমান, আফজাল হোসেন, সোহেল, সানোয়ার, খলিল, আলী আজম, ফারুক হোসেন, মোফাজ্জল হোসেন, বেল্লাল হোসেন, আবদুল হাকিম, কাওসার মাহমুদ, অভয়চরণ, মোসলেম,নাহিদ, রঞ্জিত। শুক্রবার (১১ জুলাই) শেষ হবে তিনদিনের এই উৎসব।