আইএসের হামলায় গত এক দশক বন্ধ থাকার পর বুধবার (১৬ জুলাই) মসুল বিমানবন্দর পুনরায় চালু করল ইরাক। ২০১৪ সালে আইএস কয়েক দফায় সিরিজ হামলা চালিয়ে মসুল দখল করার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করে ইরাক সরকার।
প্রয়োজনীয় সংস্কার শেষে বুধবার বিমানবন্দরটি উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি।
বিমানবন্দরটি চালুর ফলে মসুলের সাথে দেশের অন্যান্য শহরের যোগাযোগ সহজ হবে বলে জানায় দেশটির প্রধানমন্ত্রীর জনসংযোগ দপ্তর। ২০২২ সালে বিমানবন্দরটির পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদেমি।
খিলাফত প্রতিষ্ঠার স্বপ্নে ২০১৪ সালের জুন মাসে মসুল শহর দখল করে আইএস। এ সময় এলাকাটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী নুরি আল মালিকি । এ সময় সংঘটনটির প্রভাব বাড়তে থাকে পার্শ্ববর্তী সিরিয়াসহ অনেক দেশে, যার ফলে এসব এলাকার লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হন, হত্যার শিকার হন হাজার হাজার লোক।
আইএসকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৮০টি দেশ ২০১৪ সালের সেপ্টেম্বরে জোট গঠন করে। সিরিয়া ও ইরাকের বিভিন্ন জায়গায় আইএস নির্মূলে হামলা চালায় তারা। ২০১৯ সালের মার্চে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস আইএসের সর্বশেষ ঘাঁটি দখলের পর পতন হয় আইএসের।