কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেল শ্রীলঙ্কা। প্রথম ৫ বলে ১৪ নিয়ে শেষ বলে উইকেট হারায় লঙ্কানরা।
আজ বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে খেলাটি শুরু হয়।
লঙ্কানদের হয়ে প্রথমে ব্যাট হাতে ক্রিজে নামেন পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। বাংলাদেশের হয়ে বল হাতে শুরু করেন শরিফুল।
খেলার প্রথম বল থেকেই মারকুটে স্বভাবে ব্যাট চালায় লঙ্কান ওপেনাররা। ওভারের প্রথম পাঁচ বলেই চলে আসে ১৪ রান।
ওভারের শেষ বলে ছক্কা হাকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়ের দারুণ ফর্মে থাকা কুশল।
আউট হওয়ার আগে মেন্ডিস ৪ বল খেলে ১ চারে ৬ রান সংগ্রহ করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৪ রান।
বল হাতে পওথম ওভারে ১৪ রান খরচে একমাত্র উইকেটটি তুলে নেন শরিফুল ইসলাম।
এদিকে শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। এখন পর্যন্ত খেলা সাতটি ম্যাচের চারটিতে জয় পেয়েছে টাইগাররা, যেখানে শ্রীলঙ্কা জিতেছে দুটি ম্যাচ।
সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এই দুই দল ১৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ৭টি এবং শ্রীলঙ্কা ১২টি ম্যাচে জয় লাভ করেছে।