কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দু ওভারে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে শ্রীলঙ্কা।
আজ বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে খেলাটি শুরু হয়।
এদিন লঙ্কানদের হয়ে প্রথমে ব্যাট হাতে ক্রিজে নামেন পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। বাংলাদেশের হয়ে বল হাতে শুরু করেন শরিফুল।
খেলার প্রথম বল থেকেই মারকুটে স্বভাবে ব্যাট চালায় লঙ্কান ওপেনাররা। ওভারের প্রথম পাঁচ বলেই চলে আসে ১৪ রান। ওভারের শেষ বলে ছক্কা হাকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়ের দারুণ ফর্মে থাকা কুশল।
দলীয় ১৪ রানের মাথায় শরিফুলের বলে তাওহীদ হৃদয়কে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মেন্ডিস।
মেন্ডিস ফেরার ৪ বল পর আবারও উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৯ রানের মাথায় মেহেদীর বলে কুশল পেরেরাকে হারিয়ে চাপে পড়ে আসালঙ্কার দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৮ রান।
আজকের ম্যাচে দু-দলের একাদশ
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফরি ভেন্ডারসে, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।
বাংলাদেশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।