রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৪:০৫ পিএম

প্রেমিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরিচালককে জুতোপেটা করা সেই অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৪:০৫ পিএম

মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জার। ছবি - সংগৃহীত

মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জার। ছবি - সংগৃহীত

মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জার। বিচিত্র সব কর্মকাণ্ডের কারণে নিয়মিতই থাকেন আলোচনায়। কখনো নরেন্দ্র মোদির মুখমণ্ডল খচিত লেহেঙ্গা ও গয়না পরে কানের মঞ্চে হাজির হয়ে, আবার কখনো নিজেরই ছবির পরিচালককে জুতা মেরে সংবাদ শিরোনাম হয়েছেন একাধিকবার। তবে এবার একেবারেই ভিন্ন এবং গুরুতর কারণে চর্চায় তার নাম।

বিশ্বাস, ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে একটি প্রজেক্টে বিনিয়োগ করেছিলেন বলিউড অভিনেত্রী রুচি গুজ্জার। কিন্তু সবকিছুই গড়িয়েছে এক ভয়ংকর প্রতারণার গল্পে। প্রেমিক ও প্রযোজক কর্ণ সিংহ চৌহানের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।

রুচি গুজ্জার। ছবি - সংগৃহীত

রুচির অভিযোগ, ‘সো লং ভ্যালি’ নামে একটি ছবিতে তাকে সহ-প্রযোজক বানানোর প্রলোভন দেখিয়ে কর্ণ একাধিক ধাপে তার কাছ থেকে আদায় করেন মোটা অঙ্কের টাকা। 

শুধু মৌখিক আশ্বাস নয়, কর্ণ নাকি একটি বিনোদন সংস্থার সঙ্গে চুক্তিও করেছেন বলে তাকে নিশ্চিত করেন। নয়না শেখ নামে এক মহিলার সঙ্গে রুচির পরিচয় করিয়ে দেন কর্ণ, যিনি নিজেকে সেই সংস্থার প্রতিনিধি বলে দাবি করেন।

রুচির ভাষায়, ‘আমায় বলা হয়েছিল, নয়না চুক্তি সম্পন্ন করবেন। সেই বিশ্বাসেই আমি টাকা দিতে রাজি হই।’ প্রেমের সম্পর্কের ঘনিষ্ঠতায় কর্ণের সঙ্গে মুম্বইয়ের যোগেশ্বরী ওয়েস্টে একই বাড়িতে থাকতেন রুচি। 

সেই সময়েই কর্ণ তাকে বারবার চাপ দেন বিনিয়োগের জন্য। কথা অনুযায়ী ছয় ধাপে ২৫ লক্ষ টাকা দেন রুচি। কিন্তু দীর্ঘ সময়েও প্রজেক্টে কোনো অগ্রগতি না দেখে সন্দেহ দানা বাঁধে।

রুচি গুজ্জার। ছবি - সংগৃহীত

পরে নয়না শেখের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন রুচি। তখনই পরিষ্কার হয়, পুরো বিষয়টাই ছিল ভাঁওতা। নয়না জানান, তার সঙ্গে এমন কোনো চুক্তির কথা সত্য নয়। 

তখন কর্ণের কাছে রুচি জানতে চান, তার টাকা কোথায় গেল? উত্তরে কর্ণ বলেন, ‘অন্য একটি ছবিতে বিনিয়োগ করেছি, সেই ছবিতে তোমার নাম থাকবে।’

প্রতারণার অভিযোগে রুচি চূড়ান্তভাবে ক্ষুব্ধ হয়ে গত ২৪ জুলাই মুম্বইয়ের ওশিয়াড়া থানায় কর্ণ সিংহ চৌহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে লক্ষ লক্ষ টাকার আর্থিক কারচুপির কথা উল্লেখ করা হয়েছে।

রুচি গুজ্জার। ছবি - সংগৃহীত

বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত রুচি বলেন, ‘আমি ওকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম। নিজের ভবিষ্যৎ গড়ার জন্য বিনিয়োগ করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত প্রতারিত হলাম।’ 

ব্যক্তিগত সম্পর্কের আড়ালে যখন আর্থিক স্বার্থ লুকিয়ে থাকে, তখন এমন পরিণতি যেন খুব একটা অস্বাভাবিক নয়। বলিউডের এই চাঞ্চল্যকর ঘটনা ঘিরে চলছে জোর আলোচনা। 

রুচির কথায়, ‘আমি লড়াই ছাড়ছি না, আমার টাকা ফেরত পেতে আমি আইনি পথে এগিয়ে যাব।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!