বাংলা বিনোদন জগতে অতি সম্প্রতি আলোচনার কেন্দ্রে থাকা অভিনেতা ও সংগীতশিল্পী হিরো আলম কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মৃত্যুর ঘোষণা দিয়ে সবাইকে উদ্বিগ্ন করে দেন। তবে আজ সন্ধ্যায় সপরিবারে লাইভ এসে হিরো আলম জানান, তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। লাইভে তার তিন সন্তান আনু, আখি, আবির ছাড়াও আলমের মা, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
আলমের বড় মেয়ে আনু লাইভে বলেন, ‘আমাদের মা নেই, দাদাও কিছুদিন আগে মারা গেছেন। এখন যদি বাবা এমন কোনও সিদ্ধান্ত নিতে চান, তবে একা নয়, আমাদের সবার সঙ্গে নিয়ে নিন।’ ছোট ছেলে আবির জানান, ‘এখন যদি বাবা চলে যান তাহলে আমাদের কী হবে।’ অন্যদিকে আলমের মা কাঁদতে কাঁদতে বলেন, ‘সে ছাড়া আমার আর কেউ নাই।’ প্রতিবেশীও আবেগঘনভাবে জানান, ‘বিয়ে একটা গেলে আরও আসবে, কিন্তু জীবন তো আর আসবে না।’
জানা গেছে, হিরো আলমের স্ট্যাটাস প্রকাশের পর তার বাসার সামনে এলাকার মানুষ ও গণমাধ্যমকর্মীদের ভিড় জমে যায়। পরে পরিবারের অনুরোধে ও আশপাশের মানুষের আবেদনে হিরো আলম তার কঠিন সিদ্ধান্ত থেকে সরে আসেন।
এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ফ্যানদের মধ্যে শোক ও উদ্বেগের মিশ্র অনুভূতি দেখা দিয়েছে। হিরো আলমের পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়ে অনেকেই আশাপ্রকাশ করেছেন যে তিনি মানসিকভাবে সুস্থ হয়ে আবারো কর্মজীবনে ফিরবেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন