বাবাকে হারিয়ে শোকে কাতর, কিন্তু তাতেও শান্তি নেই চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের জীবনে। চারপাশে কানাঘুষো, তিনি নাকি শাকিব খানের জন্য ভেঙে পড়েছেন, এমনকি ‘সুসাইড’ পর্যন্ত করতে যাচ্ছেন! গরম গরম গসিপের এই গন্ধে বিরক্ত হয়ে বুধবার রাতে নিজের ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে সরাসরি পাল্টা জবাব দিলেন নায়িকা।

বাবার মৃত্যুতে বিধ্বস্ত মিষ্টি লিখেছেন, ‘আমার বাবা আজ ১৪ দিন হলো নেই। আমি বাবা-মায়ের একমাত্র রাজকন্যা। এই শোক কাটিয়ে উঠতে পারছি না। আর এর মধ্যে শাকিব খান আর আমাকে নিয়ে কত নিউজ! আমি বাবাকে নিয়ে স্ট্যাটাস দেই, তারা বলে আমি নাকি শাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছি!’
রাগে গলা ফাটিয়ে দিয়েছেন, ‘ভাই, আমার বাবার খবর শুনে শাকিব খান থেকে শুরু করে প্রায় সব তারকা, পরিচালক, প্রযোজক, শিল্পী, সাংবাদিক দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আমি মানসিকভাবে কারও সাথে যোগাযোগের অবস্থায় নেই। আর আমাকে নিয়ে ফালতু কমেন্ট, স্ট্যাটাস, নিউজ করা বন্ধ করুন!’

এতেই শেষ নয়, কটাক্ষের তিরে বিদ্ধ করলেন হেটারদের, ‘কিছু মানুষ আমাকে দেখতে পারে না, কারণ আমি তাদের চেয়ে অনেক বেশি সুন্দর, যোগ্য এবং মানসম্পন্ন। তাই তারা দূর থেকে টাকা দিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক (লেডিজ) দিয়ে আমার বিরুদ্ধে লোক লাগায়।’ এমনকি হুমকিও দিলেন, ‘সব প্রমাণ রেখে দিয়েছি, প্রয়োজনে কাজে লাগাবো।’
শাকিব খানের সাথে বহু ছবির প্রসঙ্গে জানালেন, ‘তাতে কী? বারবার কিসের প্রমাণ চান? আমি তার বিষয়ে আর কিছু বলতে চাই না। এখন কোনো কিছুর মানসিকতায় নেই। একটু থামুন। অনেক হয়েছে।’

শেষে শোক ভরা হাহাকার, ‘আপনাদের কি বাবা-মা নেই? না থাকলে বুঝবেন পৃথিবীটা কত কঠিন! কিছু বাঙালি জাতির চেয়ে রাস্তায় পশুও মানুষের মন বোঝে।’গসিপের চুলায় হাঁড়ি ফুটছেই, কিন্তু মিষ্টি জান্নাত এবার ঢেলে দিলেন এমন ঠান্ডা পানি, যাতে এক ঝটকায় সব গুজবের বাষ্প উড়ে গেল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন