শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১১:৫৮ পিএম

‘ইউ অ্যাজ আ ব্রাইড’ ট্রেন্ডের আলোকে সুনেরাহর অপরূপ বউসাজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১১:৫৮ পিএম

ব্রাইডাল লুকে সুনেরাহ বিনতে কামাল।  ছবি - সংগৃহীত

ব্রাইডাল লুকে সুনেরাহ বিনতে কামাল। ছবি - সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পোস্ট ইউ অ্যাজ আ ব্রাইড’ ট্রেন্ডে যুক্ত হয়ে বউসাজে নিজেদের ছবি শেয়ার করছেন অনেকেই, সেই স্রোতেই এবার ঝাঁপ দিলেন সুনেরাহ বিনতে কামাল। ব্রাইডাল লুকে নিজের কিছু ছবি শেয়ার করেই ভক্তদের ঘায়েল করে দিলেন হালের এই জনপ্রিয়  মডেল ও অভিনেত্রী। চলুন দেখে নিই সুনেরাহর সেই মন মাতানো লুকের আকর্ষণীয় কয়েকটি ছবি। 

ছবিতে সুনেরাহর মেকআপ মার্জিত কিন্তু রাজকীয় ছোঁয়ায় ভরপুর। শাড়ি গাঢ় লাল রঙের, কিনারা ও আঁচলে সোনালি জরির কারুকাজ, বডিতে ছোট ছোট বুটি, আর পাড়ে জ্যামিতিক ও ফুলেল নকশার মিশ্রণ। এই সমস্ত মিলিয়ে শাড়ি দেখায় ঐতিহ্য আর সমৃদ্ধির ছোঁয়া। গহনার মধ্যে রয়েছে সবুজ ও সাদা পাথরখচিত বহুস্তর হার। বড় ঝুলন্ত কানের দুল, মাথায় টিকলি, হাতে পাথরখচিত বালা ও কাঁচের চুড়ি, আঙুলে ভারী আংটি-সব মিলিয়ে সাজটিকে করেছে সম্পূর্ণ।

চুল বাঁধা হয়েছে একেবারে পরিপাটি। সেন্টার পার্টিং দিয়ে টাইট বান বা খোঁপায় বাঁধা, খোঁপার উপরে ওড়নার লাল-সোনালি কারুকাজের আভা রাজকীয় সৌন্দর্য যোগ করেছে। কপালের টিকলি থেকে পিছনের ব্যাকড্রপ পর্যন্ত সাজে প্রকাশ পাচ্ছে ঐশ্বরিক রূপ।  মেকআপে রাখা হয়েছে উজ্জ্বল কিন্তু মার্জিত টোন। ফাউন্ডেশন নিখুঁতভাবে ব্লেন্ড করা, গালে হালকা কনট্যর আর সফট ব্লাশ মুখের প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। 

চোখে ব্যবহার করা হয়েছে বাদামি ও সোনালি শেডের আইশ্যাডো। পাতার প্রান্তে সূক্ষ্ম উইংড লাইনার ও ঘন মাসকারা চোখের গভীরতা ও তীক্ষ্ণতা আরও বাড়িয়েছে। হালকা বাদামি লেন্স যেন চোখে তারায় লাস্যের আগুন ধরিয়ে দেয়। ঠোঁটে ন্যুড-পিঙ্ক শেডের লিপস্টিক, যা পুরো সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে কোমলতা যোগ করেছে। লিপলাইনার দিয়ে আকার ঠিক করে লুককে আরও শার্প করা হয়েছে।

ছবি পোস্টের পর অল্প সময়েই লাইক আর রিঅ্যাকশনে টাইমলাইন রঙিন হয়ে ওঠে। ভক্তরা সাজের নকশা, কারুশিল্পের বিস্তারিত জানতে আগ্রহী, কেউ নিজের বিয়ের লুকের অনুপ্রেরণা হিসেবে ছবি সেভ করছেন।

র‌্যাম্প, ফটোশুট ও থিয়েটারের ধারাবাহিকতার পরে বড়পর্দায় সুনারাহর অভিষেক হয় ‘ন ডরাই’ ছবিতে। কক্সবাজারের তরুণ সার্ফার মেয়ের চরিত্রে অভিনয় করে প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। তার চোখের ভাষা এবং আন্তরিক অভিনয় দর্শক-সমালোচকের মন জয় করে। সাম্প্রতিক ‘দাগি’ ও ‘উৎসব’-এও তার অভিনয় প্রশংসিত হচ্ছে।

এই মুহূর্তে বউসাজের ছবি যেমন ট্রেন্ডের শিখরে, তেমনি সুনেরাহর ক্যারিয়ারও নিজস্ব গতি ও গরিমায় এগিয়ে যাচ্ছে। নাটক, ওটিটি ও সিনেমা-তিন পর্দাতেই তার পদচারণা স্বচ্ছন্দ। ভক্তদের কথাই যেন শেষ কথা, বউসাজে হোক বা বড়পর্দায়, সুনেরাহ যখন হাসেন, তখন ফ্রেমের ভেতর-বাইরে সবখানেই আলো ছড়িয়ে পড়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!