চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত দুটি সিনেমার লড়াইয়ে জমে উঠেছে বলিউডের বক্স অফিস। একদিকে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহু আকাঙ্ক্ষিত ছবি ‘ওয়ার ২’, অন্যদিকে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘কুলি’।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনের আয়ের লড়াইয়ে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ রজনীকান্তের সিনেমার কাছে কিছুটা পিছিয়ে পড়েছে।
হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের মতো হেভিওয়েট তারকা থাকা সত্ত্বেও, প্রথম দিনের কালেকশন প্রত্যাশার তুলনায় কিছুটা কম হওয়ায় ট্রেড অ্যানালিস্টদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।
প্রথম দিনের আয়: কে কোথায় দাঁড়িয়ে?
ভারতের বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ‘ওয়ার ২’ মুক্তির প্রথম দিনে ভারতে প্রায় ৪৫ কোটি ৪৪ লাখ টাকা আয় করেছে। যদিও বিচ্ছিন্নভাবে এই অঙ্কটি বিশাল এবং যেকোনো সিনেমার জন্য একটি দুর্দান্ত শুরু, কিন্তু এর প্রধান প্রতিযোগী ‘কুলি’ প্রথম দিনেই প্রায় ৬১ কোটি টাকার বেশি আয় করে দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে।
আঞ্চলিক দখলের দিক দিয়েও একটি মজার চিত্র উঠে এসেছে। ‘ওয়ার ২’-এর হিন্দি ভাষার শো-গুলোতে দর্শকের উপস্থিতি ছিল গড়ে ২৩ শতাংশ, যেখানে তেলেগু ভাষায় ছিল প্রায় ৭১ শতাংশ এবং তামিল ভাষায় ৩৭ শতাংশ।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মুম্বাই (১৬ শতাংশ) বা এনসিআর (২৫ শতাংশ) অঞ্চলের তুলনায় চেন্নাই (৭১ শতাংশ) এবং হায়দ্রাবাদে (৬৫ শতাংশ) ছবিটির দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বেশি। এই পরিসংখ্যান স্পষ্টভাবে প্রমাণ করে যে, জুনিয়র এনটিআরের আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে দক্ষিণের বাজারে ছবিটি দুর্দান্ত ব্যবসা করেছে, কিন্তু হিন্দি বলয়ে প্রত্যাশিত ঝড় তুলতে পারেনি।
প্রত্যাশার চাপ ও স্পাই ইউনিভার্সের রেকর্ড
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবিগুলোর বক্স অফিস রেকর্ড বরাবরই ঈর্ষণীয়। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ প্রথম দিনে আয় করেছিল প্রায় ৫৩ কোটি টাকা এবং শাহরুখ খানের ‘পাঠান’ আয় করেছিল ৫৭ কোটি টাকা। সেই তুলনায় ‘ওয়ার ২’-এর ৪৫ কোটি টাকার ওপেনিং কিছুটা হতাশাজনক।
ট্রেড বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ওয়ার’-এ কেবল হৃতিক রোশন ছিলেন, কিন্তু ‘ওয়ার ২’-এ হৃতিক রোশনের পাশাপাশি প্যান-ইন্ডিয়া সুপারস্টার জুনিয়র এনটিআর যুক্ত হওয়ায় ছবিটির ব্যবসার প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। দুজন বড় তারকার উপস্থিতির কারণে প্রথম দিনের আয় সহজেই ৬০-৬৫ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হয়েছিল। সেই তুলনায় এই শুরুকে অনেকেই ‘দুর্বল’ বলে আখ্যা দিচ্ছেন।
স্পয়লার রুখতে তারকাদের বিশেষ আবেদন
ছবিটি মুক্তির আগে এর গল্প নিয়ে প্রযোজনা সংস্থা ওয়াইআরএফ অতি গোপনীয়তা বজায় রেখেছিল। ‘ওয়ার ২’-এর প্রচারণাও ছিল অত্যন্ত সীমিত। ছবির মূল তিন তারকা হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানি ভক্তদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছিলেন যেন তারা সিনেমার কোনো স্পয়লার ফাঁস না করেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে হৃতিক বলেন, ‘ওয়ার ২’ অনেক ভালোবাসা, সময় এবং আবেগ দিয়ে তৈরি করা হয়েছে। এই সিনেমাটিক দৃশ্য উপভোগ করার সর্বোত্তম উপায় হলো প্রেক্ষাগৃহে যাওয়া, যেখানে এই নাটকীয় গল্পের মোড়গুলো আপনার চোখের সামনে উন্মোচিত হয়।
জুনিয়র এনটিআরও একই সুরে বলেন, “স্পয়লার সিনেমার মজা নষ্ট করে দেয় এবং দেখার অভিজ্ঞতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। দয়া করে আমাদের ভালোবাসা দিন এবং ‘ওয়ার ২’-এর গল্পটি সবার কাছে গোপন রাখুন। আমরা আপনাদের ওপর ভরসা করছি।”
‘ওয়ার ২’ এক ঝলকে
‘ওয়ার ২’ হলো ২০১৯ সালের ব্লকবাস্টার হিট ‘ওয়ার’-এর সিক্যুয়েল, যা পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। এবারের পর্বে পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত অয়ন মুখার্জি। ছবিতে হৃতিক রোশন আবারও ‘র’ এজেন্ট কবিরের ভূমিকায় ফিরেছেন, যার মুখোমুখি হতে হয় জুনিয়র এনটিআর অভিনীত এক অভিজাত কর্মকর্তার।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা এবং অনিল কাপুর। আদিত্য চোপড়ার প্রযোজনায় নির্মিত এই ছবিটি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এখন দেখার বিষয়, প্রথম দিনে কিছুটা পিছিয়ে পড়লেও সপ্তাহান্তে এবং ছুটির দিনগুলোতে ‘ওয়ার ২’ তার কালেকশন কতটা বাড়াতে পারে এবং দীর্ঘমেয়াদী দৌড়ে ‘কুলি’কে টেক্কা দিতে পারে কিনা।
সূত্র: এনডিটিভি
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন