ক্রিশ্চিয়ানো রোনালদো আর বলিউড অভিনেত্রী বিপাশা বসু - এই দুই নাম একসময় যেন গোপন এক অধ্যায়ের সূত্রপাত করেছিল। ২০০৭ সালে লিসবনের এক ঝলমলে রাতে তোলা এক চুম্বনের ছবি আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কারণ? রোনালদোর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে হঠাৎ এনগেজমেন্টের খবরে তার অতীতের দরজাগুলো যেন আবার খুলে গেছে। সেই সময়ে কিন্তু বিপাশা ছিলেন জন আব্রাহামের সঙ্গে গভীর সম্পর্কে। ফলে ছবিটি ছড়িয়ে পড়তেই বলিউডে রটনা চলতে থাকে - ‘এ কি জনের সঙ্গে প্রতারণা?’

ঘটনার পেছনের গল্পও কম নাটকীয় নয়। নিউ সেভেন ওয়ান্ডারস অফ দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে বলিউডের প্রতিনিধি ছিলেন বিপাশা, আর রোনালদো ছিলেন সেই মঞ্চের তারকা অতিথি। অনুষ্ঠান শেষে তারা এক পার্টিতে যোগ দেন, যেখানে হাসি-ঠাট্টা, আড্ডা আর খুনসুটি জমে ওঠে। সেখানেই ক্যামেরার ফ্ল্যাশবাল্বে ধরা পড়ে সেই বহুল আলোচিত চুম্বন। সময়টা ২০০৭ হলেও, আজও সেই ফ্রেম যেন নেটদুনিয়ার তাজা মশলা।
বছর খানেক আগে ‘আপ কি আদালত’-এ সেই রাতের স্মৃতি টেনে বিপাশা বলেছিলেন, ‘আমি কখনও বিস্তারিত ব্যাখ্যা দিতে চাইনি। কিন্তু বলতেই হয়, আমি তখনও রোনালদোর ভক্ত ছিলাম আর আজও আছি। ওর উচ্চতা এত যে, প্রতিবার কথা বলার সময় আমাকে মাথা উঁচু করে তাকাতে হতো। শব্দও প্রচুর ছিল, আমাদের মধ্যে কথোপকথন জমছিল।’ আরেক সাক্ষাৎকারে তিনি রোনালদোকে ‘কিউট’ আখ্যা দিয়ে আরও বলেছিলেন, ‘ও আমাকে কিউট বলেছিল, তখন মনে হয়েছিল বেশ অদ্ভুত। সেই থেকে আমরা বন্ধু, আর ও প্রতিশ্রুতি দিয়েছিল, তার সব ম্যাচেই আমাকে ডাকবে।’
তবে এই ‘বন্ধুত্বের’ আখ্যান শোনার পর জন আব্রাহাম যে ভালোভাবে নেননি, সে নিয়ে তখন নানা গুঞ্জন ছড়ায়। শোনা যায়, সম্পর্ক ভাঙার কথাও নাকি উঠেছিল। যদিও পরে দুজন কিছুদিনের জন্য আবারও মিলে যান, কিন্তু বছর ঘুরতেই সম্পর্কের সেই খাতা চিরতরে বন্ধ হয়। বিপাশা পরে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন, আর জন অন্য পথে হাঁটেন।
রোনালদো? তিনি বিয়ের পিঁড়িতে এখনও বসেননি। তবে জর্জিনার সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক, সন্তান-সন্ততি আর পারিবারিক জীবনের নানা উত্থান-পতন মিলিয়ে ফুটবল দুনিয়ার বাইরে তার জীবনের খবরও কম জমজমাট নয়। ২০১০ সালে প্রথমবার বাবা হন তিনি, এরপর জমজ, কন্যা, বেদনাদায়ক ক্ষতি-সব মিলিয়ে জীবন যেন এক পরিপূর্ণ অধ্যায়ের মতো।

এখন প্রশ্ন উঠছে - সেই রাতের চুম্বন কি শুধুই বন্ধুত্বের উচ্ছ্বাস, নাকি গোপন রোমাঞ্চের কোনো ইঙ্গিত? বলিউড-ফুটবলের এই পুরনো গসিপ আবারও তাজা হয়ে উঠেছে নেটিজেনদের নখদর্পণে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন