যশোরে ইজিবাইক চালক চঞ্চল হোসেন (৩০) হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ইয়াবা ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে। এ সময় বাড়ির জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতের এ ঘটনায় কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত চঞ্চল হোসেন, ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে। স্থানীয়দের মতে, তিনি একজন নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন এবং ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ায় চঞ্চলকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় ইয়াবা ব্যবসায়ী রবিউল ইসলাম, তার ছেলে মুন্না ও ভাই বিল্লাল এই হামলায় অংশ নেয়।
চঞ্চলকে বাঁচাতে গেলে তার বাবা মধু গাজী (৫২) ছুরিকাঘাতে আহত হন। ঘটনার পর উত্তেজিত জনতা বিকেলে জানাজা ও দাফনের পর রাতেই রবিউলের বাড়িতে হামলা চালায়।
এ ঘটনায় যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই ইন্সপেক্টর (অপারেশন) মোমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হামলার সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে অভিযুক্ত রবিউল, তার ছেলে মুন্না ও ভাই বিল্লাল আহত হন। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন