ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বরিশাল থেকে ঢাকায় আনা হচ্ছে তৌহিদ আফ্রিদিকে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০১:২০ এএম
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার বরিশালে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিআইডি জানিয়েছে, রাতেই তাকে ঢাকায় আনা হচ্ছে এবং সোমবার তাকে রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হবে।


বরিশালে বিশেষ অভিযানে গ্রেপ্তার হন আফ্রিদি। ছবি- সংগৃহীত

এই হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বর আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। একই মামলায় ২২ নম্বর আসামি হিসেবে তৌহিদের বাবা, বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশের ডিবি গ্রেপ্তার করে।

 আন্দোলনকারীদের হত্যার অভিযোগে দায়ের করা এ মামলায় মোট ২৫ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে, পাশাপাশি আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।