মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৭:৫২ পিএম

অমিতাভের নাতি নয়, শাহরুখ কন্যার পার্টনার এখন সালমানের ভাতিজা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৭:৫২ পিএম

অগস্ত্য নন্দা,  সুহানা খান ও  নির্বাণ খান। ছবি - সংগৃহীত

অগস্ত্য নন্দা, সুহানা খান ও নির্বাণ খান। ছবি - সংগৃহীত

বলিউডে যেন আবার প্রেমের গুঞ্জনের ঢেউ উঠেছে। এত দিন শোনা যাচ্ছিল শাহরুখ খানের মেয়ে সুহানা খানের হৃদয়ের হালচাল নিয়ে ফিসফাস। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে নাকি তার প্রেমালাপ জমে উঠেছে। তবে ক’দিন না যেতেই সেই গুঞ্জন এখন অতীতের খাতায়! 

শাহরুখ খানের মেয়ে সুহানা খান। ছবি- সংগৃহীত

আলো ঝলমলে এক পার্টিতে হঠাৎ করেই দেখা গেল এক নতুন রসায়ন—সুহানার সঙ্গে এবার নাচের মঞ্চে তাল মেলাচ্ছেন সালমান খানের ভাই সোহেল খানের ছেলে নির্বাণ খান। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, আর তাতেই বলিউডপাড়া সরগরম—অগস্ত্য কি তবে সরে গেলেন?

সুহানা খান।  ছবি- সংগৃহীত

সুহানা বলিউডে পা রাখার আগেই ছিলেন আলোচনার শীর্ষে। তারকাসন্তানদের জীবনের প্রতিটি কোনায় যেমন থাকে কৌতূহলী ক্যামেরার নজর, তেমনি থাকে অগণিত কৌতূহলী হৃদয়ের প্রশ্ন। ২০২৩ সালে জয়া আখতারের ‘আর্চিজ’ ছবিতে অগস্ত্যের বিপরীতে অভিনয় করে ইতোমধ্যেই নিজের জায়গা জানান দিয়েছিলেন তিনি। 

তবে ছবিটি মুক্তির আগেই অগস্ত্যের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর বলিউডের অলিগলিতে ছড়িয়ে পড়েছিল। কারও মুখে নিশ্চিত কিছু না শোনা গেলেও ‘ওপেন সিক্রেট’ হিসেবে সবারই জানা ছিল তাদের সম্পর্ক।

কিন্তু সেই গুঞ্জন যেন এবার ছাপিয়ে যাচ্ছে নতুন এক অধ্যায়কে। ওই পার্টিতে নির্বাণের সঙ্গে যেমন জমিয়ে নাচলেন সুহানা, তেমনি সঙ্গী ছিলেন সালমানের ভাই আরবাজ খানের ছেলে আরহান এবং সালমানের বোন অর্পিতাও। শুধু ছিলেন না অগস্ত্য! এই অনুপস্থিতিই এখন জল্পনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নেটিজেনদের অনেকে তো রীতিমতো মন্তব্য করছেন, ‘অগস্ত্য হয়তো এখন অতীত, সালমানের ভাইপোই সুহানার নতুন ছন্দ!’

অগস্ত্য নন্দা ও নির্বাণ খান।  ছবি- সংগৃহীত

শাহরুখ খান আগেই বলেছিলেন, কন্যা সুহানা অভিনয়ের দুনিয়ায় নিজের জায়গা গড়তে চান। প্রথম সিনেমা ‘আর্চিজ’-এর জন্য প্রশংসা যেমন পেয়েছিলেন, তেমনি শুনতে হয়েছিল সমালোচনাও। এবার শোনা যাচ্ছে, তিনি বড় পর্দায় আসছেন ‘কিং’ ছবির মাধ্যমে। তবে এই মুহূর্তে সিনেমার চেয়ে বেশি আলোচনায় তার পার্টি-নৃত্য আর সম্ভাব্য ‘নতুন সঙ্গী’। বলিউডের চিরচেনা ধাঁচেই যেন শুরু হচ্ছে এক নতুন প্রেমকাহিনি, যেখানে অমিতাভের নাতি নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে সালমানের ভাতিজা!

তথ্যসূত্র: বলিউডলাইফ.কম, আনন্দবাজার, নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া।

রূপালী বাংলাদেশ

Link copied!