সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৬:৪৬ পিএম

অভিনেতা সিয়াম মৃধার আইফোন চুরি, পুলিশের উদাসীনতা নিয়ে ক্ষোভ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৬:৪৬ পিএম

অভিনেতা সিয়াম মৃধা। ছবি- সংগৃহীত

অভিনেতা সিয়াম মৃধা। ছবি- সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা সিয়াম মৃধা রাজধানীর মিরপুরে রিকশায় চলাচলের সময় তার ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স হারিয়ে ফেলেন। পরে নিজের আরেকটি আইফোন দিয়ে ফাইন্ড মাই ফোন অপশন ব্যবহার করে তিনি ফোনটির অবস্থান শনাক্ত করেন তুরাগ নদীর পাড়ে।

ঘটনার পরপরই তিনি দারুস সালাম থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান। তবে থানার ডিউটি অফিসাররা তাকে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে জিডি করার পরামর্শ দেন। তারা আরও জানান, এর আগে থানায় আসা কোনো আইফোন চুরির কেসেই ফোন উদ্ধার সম্ভব হয়নি, কারণ এসব ফোন খুলে খুচরা যন্ত্রাংশ বিক্রি করে দেওয়া হয়।

সিয়াম মৃধার অভিযোগ, তিনি বারবার অনুরোধ করলেও পুলিশ ঘটনাস্থলে যেতে রাজি হয়নি। বরং তাকে বলা হয়, ‘আপনি নিজেই গিয়ে দেখে আসুন, সন্দেহ হলে আমাদের খবর দিন।’

পরে তিনি একাই লোকেশন অনুসরণ করে একটি বস্তি থেকে ফোনটি উদ্ধার করেন। এ সময় তার শারীরিক ক্ষতির ঝুঁকিও ছিল বলে মন্তব্য করেন তিনি। ফোন উদ্ধারের পর তিনি থানায় ফিরে ওসি’র সঙ্গে সরাসরি দেখা করেন এবং ডিউটি অফিসারদের বিরুদ্ধে অভিযোগ জানান।

ওসি সিয়ামকে আশ্বস্ত করে বলেন, ‘আমাদের মূল কাজই হলো জনগণকে সাহায্য করা। আপনি সরাসরি আমার কাছে আসলে অবশ্যই আমি ব্যবস্থা নিতাম।’ একইসঙ্গে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি তিরস্কার করে বলেন, ঘটনাস্থল যদি নিকটে থাকে তবে অন্য ফোর্সকে জানালেও পদক্ষেপ নেওয়া যেত।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়াম মৃধা নিজেই স্ট্যাটাস দিয়ে তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, ‘আমি সাধারণ মানুষ হয়ে একা ফোন উদ্ধার করতে পারলাম, তাহলে পুলিশ কেন পারল না?’

অভিনেতার এই অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নাগরিকদের বিপদে পড়লে পুলিশ আসলেই কতটা কার্যকর সহযোগিতা দেয়।

উল্লেখ্য, ছোট পর্দার পরিচিত মুখ সিয়াম মৃধা। তিনি এরই মধ্যেই বেশ কিছু নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ইস্যু নিয়েও সরব থাকেন। নিজের অভিজ্ঞতা থেকে করা এই অভিযোগ নিয়ে ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসটিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

Link copied!