বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:৪৭ পিএম

জয়ার হাতে লাল আপেল, রহস্য কী

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:৪৭ পিএম

অভিনেত্রী জয়া আহসান। ছবি- ফেসবুক থেকে নেওয়া

অভিনেত্রী জয়া আহসান। ছবি- ফেসবুক থেকে নেওয়া

অভিনয়ে তিনি জয় করেছেন বাংলাদেশ ও ভারত দুই দেশ। সৌন্দর্যেও কম যান না বরং বয়সের সংখ্যাকে তুড়ি মেরে রূপের জৌলুস এখনো দারুণভাবে ধরে রেখেছেন। এজন্য তাকে ঈর্ষা করেন নানান বয়সী নারীরা।

তিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বরাবরই নিজের আবেদন ছড়াতে এগিয়ে তিনি। সোশ্যাল মিডিয়ায় রূপের ঝলক দিয়ে ভক্তদের মুগ্ধ করতে তার ঝুড়ি নেই। প্রায় তিনি রূপের আবহ মেলে হাজির হন। যা দেখে ভক্তরা নতুন করে জয়ার প্রেমে পড়েন।

ঠিক তেমনভাবে আবারও ফ্রেমবন্দি হয়েছেন নায়িকা। জয়া তার ফেসবুক পেজে বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন। যেখানে রূপের উষ্ণতার পারদ ঢেলে হাজির হয়েছেন অভিনেত্রী। যা দেখে মাথা ঘুরে যায় নেটিজেনদের।

ছবিতে জয়ার পরনে দেখা গেছে পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ, যা তার চিরাচরিত স্টাইলের বাইরে ভিন্ন এক রুচি প্রকাশ করেছে। ব্লাউজের সঙ্গে তিনি বেছে নিয়েছেন ধূসর রঙের জিন্স, যা তার লুককে স্টাইলিশ ও কমফোর্টেবল করেছে। এ ছাড়াও জয়ার সাজে ছিল কপালে লাল টিপ, মাথায় লাল-সাদা গোলাপের সজ্জা, চোখে স্টাইলিশ রোদচশমা এবং হাতে পাথরের তৈরি চুড়ি ও বালা।

তবে জয়ার সাজের সবচেয়ে বড় চমক ছিল হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল। তিনি সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনো আপেল হাতে ধরে, কখনো তা মাথায় ব্যালেন্স করে, আবার কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন।

ছবিগুলো পোস্ট করে রহস্যজনক ক্যাপশন দিয়েছেন জয়া। লিখেছেন, ‘আপেল হয়ো না।’

জয়ার ছবিগুলোর নিচে অজস্র প্রতিক্রিয়া যুক্ত হয়েছে। নেটিজেনরা ইতিবাচক-নেতিবাচক নানা কথা বলেছেন। কেউ তুলনা করেছেন রাতের পরীর সঙ্গে আবার কেউবা বলছেন ‘সুইট সিক্সটিন’। কেউ আবার মজা করে লিখেছেন, ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস, পানি নিয়ে আয়!’ মেয়েরা আবার অহংকার করে প্রশ্ন তুলেছেন, ‘জয়া কি কখনো বুড়ি হবে না?’

অবশ্য জয়া কোনো মন্তবেরি প্রতিক্রিয়া দেখাননি। একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!