বলিউড অভিনেতা অক্ষয় খন্না আবারও আলোচনায়। ‘ধুরন্ধর’ ছবিতে তিনি অভিনীত ‘রেহমান বালোচ’ চরিত্র দর্শকদের মধ্যে তোলপাড় তুলেছে। এই রূপে তাকে আগে কখনো দেখা যায়নি। তবে অভিনয় দক্ষতার দিক থেকে অক্ষয় বরাবরই প্রশংসিত। নিজের ব্যক্তিজীবন ও প্রচারের বিষয়ে বরাবরই সেভাবে খোলামেলা নন তিনি।
অক্ষয়ের এমন অন্তর্মুখী স্বভাব নিয়ে খোলা মঞ্চে একবার মন্তব্য করেছিলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। ২০১৭ সালে এক ছবির প্রচারে দেখা হয়েছিল অক্ষয় ও শাহরুখকে। সেখানে শাহরুখ সরাসরি অক্ষয়কে প্রশ্ন করেছিলেন, ‘তুমি এমন কেন?’ তবে প্রশ্ন করার আগে অক্ষয়ের ভূয়সী প্রশংসাও করেছিলেন তিনি।
শাহরুখ তখন বলেছিলেন, ‘অক্ষয় খুবই অন্য রকম। ওর নাচের ধারাও যেন আলাদা, যা আমার খুব ভালো লাগে। মাঝেমধ্যে আসে আর এমন কিছু করে, যা বোঝা যায় না। একজন অভিনেতা হিসেবে তোমাকে সত্যি খুবই ভালো লাগে। তবে আমি এটাও জানতে চাই, তুমি এমন অদ্ভুত কেন?’
‘ধুরন্ধর’-এর পর আবার অক্ষয় আলোচনায় আসার পর শাহরুখের সেই মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। অক্ষয়ের অন্তর্মুখী ব্যক্তিত্ব নিয়ে নেটিজেনরা একমত, ‘বাদশা’ ঠিকই বলেছিলেন।
ছবির এক দৃশ্যে দেখা গেছে, কালো পোশাক ও চোখে রোদচশমা পরা অক্ষয় গাড়ি থেকে নামছেন, সেলাম দিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, এরপর নাচতে নাচতে আসরে প্রবেশ করছেন। পেছনে বাজছে আরবি গান। তবে প্রশ্ন উঠেছে, এই নাচ কোথা থেকে শিখলেন অক্ষয়?
‘ধুরন্ধর’-এর অন্য অভিনেতা দানিশ পনডো জানিয়েছেন, অক্ষয় কারো থেকে নাচ শেখেননি। কোনো কোরিওগ্রাফারের সাহায্যও প্রয়োজন হয়নি। পরিচালক আদিত্য ধর শুধু বলেছিলেন, ‘আপনার যা ভালো মনে হয় করুন।’ অক্ষয়ের নিজস্ব ছন্দেই নাচ এত সহজে দর্শকদের মন জয় করেছে।
আশ্চর্যজনক বিষয়, অক্ষয়ের নাচের স্টাইলের সঙ্গে দেখা যাচ্ছে বাবা বিনোদ খন্নার প্রভাব। জানা যাচ্ছে, ১৯৮৯ সালে পাকিস্তানের লাহোরে একটি অনুষ্ঠানে বিনোদ খন্না নাচ করেছিলেন। সঙ্গে ছিলেন রেখাও। সেই অনুষ্ঠান ও নাচের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনরা অবাক হয়ে মন্তব্য করছেন, ‘তবে কি বাবার নাচই অনুসরণ করেছেন অক্ষয়?’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন