ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) তার কন্যা সন্তান আনায়া জন্ম নেয়। বর্তমানে মা ও কন্যা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন অপূর্ব।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দরী কন্যার আগমনের খবর জানাতে পেরে আমরা আনন্দ ও কৃতজ্ঞতায় ফেটে পড়ছি। পৃথিবীতে স্বাগতম, প্রিয় আনায়া। দয়া করে আমাদের ছোট্ট রাজকন্যাকে আপনাদের প্রার্থনায় রাখুন। আমাদের প্রতি আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ।’
২০২১ সালের সেপ্টেম্বরে চুপিসারে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন এই অভিনেতা। এটি ছিল এই অভিনেতার তৃতীয় বিয়ে। আর শাম্মার দ্বিতীয় বিয়ে। ২০২০ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। এই ঘরে তাদের পুত্রসন্তান রয়েছে। ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। এর পরের বছরের ফেব্রুয়ারিতে ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন এই অভিনেতা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন