লিভার ক্যানসারের দ্বিতীয় ধাপে (স্টেজ টু) আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর।
ইনস্টাগ্রামে পোস্টে নিজেই বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী।
দীপিকা কক্কর লিখেছেন, ‘আপনারা সবাই জানেন যে গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল- আমার পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যাই। পরবর্তীতে চিকিৎসকরা লিভারে টেনিস বলের আকারের একটি টিউমার খুঁজে পায় এবং এখন টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যানসারাস)।’
তার ভাষ্য, ‘আমি ইতিবাচক এবং দৃঢ় প্রতিজ্ঞ যে এর মুখোমুখি হবো এবং আরও শক্তিশালী হয়ে বের হতে পারব! পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা আসছে, তা আমাদের যাত্রা আরও সহজ করে তুলবে। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’
সাসুরাল সিমর কা ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন দীপিকা। কিছুদিন আগেই ইউটিউব চ্যানেলে স্বামী শোয়েব ও দীপিকা তাদের স্বাস্থ্য নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। তারা জানিয়েছিলেন যে, চলতি সপ্তাহে যে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। কারণ দীপিকার জ্বর এখনো পুরোপুরি কমেনি।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে স্নাতক সম্পন্ন করে বিমানবালা হিসেবে ক্যারিয়ার শুরু করেন দীপিকা কাক্কর। তবে অসুস্থতাজনিত কারণে ৩ বছর পর এ চাকরি ছেড়ে দেন তিনি। ২০১০ সালে অভিনয়ে পা রাখেন দীপিকা।
২০১১ সালে রওনক নামে একজনকে বিয়ে করেন। তবে ২০১৫ সালে ভেঙে যায় সেই সংসার। ২০১৮ সালে সহঅভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন দীপিকা। ২০২৩ সালের ২১ জুন পুত্রসন্তানের মা হন এই অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :