৪০তম জন্মদিনে নতুন ছবি ধুরন্ধর-এর প্রথম পোস্টার প্রকাশ করে আলোচনায় এসেছেন বলিউড তারকা রণবীর সিং। তবে অভিনন্দন ও প্রশংসার পাশাপাশি এবার সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন এই তারকা। কারণ, ছবিতে রণবীরের বিপরীতে আছেন মাত্র ২০ বছর বয়সি অভিনেত্রী সারা অর্জুন—যিনি রণবীরের চেয়ে প্রায় দুই দশক ছোট।
পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই মন্তব্য করেন, সালমান খানের পথেই হাঁটলেন রণবীর। কেউ কেউ বলেন, “এই প্রবণতা এখন বলিউডে নিত্যদিনের নায়করা বেছে নিচ্ছেন তাদের মেয়ের বয়সি নায়িকাদের।
এর আগে, সালমান খান ৩১ বছরের ছোট রাশমিকা মন্দানার সঙ্গে এবং আমির খান ২৩ বছরের ছোট জেনেলিয়া ডি’সুজার সঙ্গে পর্দায় রোমান্স করে একইভাবে বিতর্কের জন্ম দেন।
উল্লেখ্য, সারা অর্জুন দক্ষিণী সিনেমার পরিচিত মুখ। মাত্র ছয় বছর বয়সে ‘দেইভা থিরুমঙ্গলম’ ছবিতে শিশু চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। এরপর ‘৪০৪’, ‘এক থি ডায়েন’, সালমান খানের জয় হো, সিক্রেট সুপারস্টার, থালাইভি, লভ হোস্টেল ও ঐশ্বরিয়া রাইয়ের পোনইন সেলভান ছবিতে তাকে দেখা গেছে।
জানা গেছে, ধুরন্ধর-এ রণবীর-সারা জুটির মধ্যে থাকবে ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যও, যা বিতর্ককে আরও উসকে দিয়েছে। যদিও ছবিতে সারার চরিত্র ঠিক কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
বিশ্লেষকদের মতে, সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। এখন দেখার বিষয়, বয়সের এত বড় ফারাক ছবির গ্রহণযোগ্যতায় কতটা প্রভাব ফেলবে—নাকি রণবীর-সারার অভিনয়গুণই শেষ পর্যন্ত জয়ী হবে।
আপনার মতামত লিখুন :