ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

কিং-এর শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৩:৩৯ এএম
বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবি - সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান নতুন সিনেমা কিং-এর শুটিং করতে গিয়ে পিঠে চোট পেয়েছেন। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে তিনি এই চোট পান বলে জানা যায়। প্রাথমিকভাবে চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়, সেখান থেকে বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাজ্যে। তার সঙ্গে আছেন পরিবারের সদস্যরাও।

এই চোটের ফলে কিং সিনেমার শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ‘এই চোট গুরুতর কিছু নয়, তবে আগের বেশ কয়েকটি পুরনো ইনজুরির সঙ্গে মিলিত হয়ে সমস্যা তৈরি করেছে। ফলে চিকিৎসকরা তাকে অন্তত এক মাসের বিশ্রাম নিতে বলেছেন।’

বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবি - সংগৃহীত

মূলত মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে অ্যাকশন দৃশ্যের সময়েই ঘটে এই দুর্ঘটনা। এ কারণে জুলাই-আগস্টে বুকিং থাকা ফিল্ম সিটি, ওয়াইআরএফ ও টোব্যাকো স্টুডিওর শিডিউল বাতিল করা হয়েছে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে আবার শুরু হবে শুটিং।

জানা যায়, এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ। 

এছাড়া আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল, আবয় বর্মা, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ ও সওরভ শুক্লা।

অফিশিয়াল মুক্তির তারিখ ঘোষণা না হলেও প্রাথমিকভাবে ২০২৬ সালের ২ অক্টোবর (গান্ধী জয়ন্তী) দিনটি লক্ষ্য করা হচ্ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই তারিখ পিছিয়ে যেতে পারে।

শাহরুখ খানের চোট নতুন নয়। এর আগেও শক্তি, দিলওয়ালে, কয়লা, ডুলহা মিল গয়া, মাই নেম ইজ খান, রা-ওয়ান সহ একাধিক ছবির শুটিংয়ে মারাত্মক ইনজুরির শিকার হয়েছেন তিনি। 

বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবি - সংগৃহীত

২০০২ সালে একটি ডিস্ক স্লিপের কারণে তার মেরুদণ্ডে অস্ত্রোপচারও করাতে হয়। এরপর ২০১৩ সালে কাঁধে অস্ত্রোপচার করাতে হয়েছিল লন্ডনে।

বর্তমানে যুক্তরাজ্যে বিশ্রামে থাকা শাহরুখের দ্রুত আরোগ্য কামনায় করছেন ভক্তরা।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ১৮, ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস