নিজ বাড়িতেই হেনস্তার শিকার হয়ে সোশ্যাল মিডিয়ায় কান্নায় ভেঙে পড়লেন একসময়ের জনপ্রিয় বলিউড তারকা তনুশ্রী দত্ত। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে হতাশার কথা জানিয়ে ভক্তদের কাছে সাহায্য চান তিনি। ভিডিওতে কাঁদতে কাঁদতে বলেন, ‘নিজের বাড়িতেই আমি নির্যাতিত। আমি প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি। হতাশায় ভুগছি। বাধ্য হয়েই পুলিশে ফোন করেছি।’
২০ দশকের মাঝামাঝি ‘আশিক বানায়া আপনে’, ‘গুড বয় ব্যাড বয়’-এর মতো রম-কম সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে পরিচিতি পান তনুশ্রী। উষ্ণ আবেদনময় দৃশ্যে অভিনয় করে রাতারাতিই বনে যান তারকা। তবে তার এই খ্যাতি দীর্ঘস্থায়ী হয়নি। অল্প সময়ের ব্যবধানেই পর্দার আড়ালে চলে যান লাস্যময়ী এই বাঙালি অভিনেত্রী।
২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে বলিউডে মি-টু আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। তবে এবারের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন এবং আরও ব্যক্তিগত। অভিযোগ অনুযায়ী, গত চার-পাঁচ বছর ধরে বাড়ির ভেতরে-বাইরে তাকে শারীরিক ও মানসিক হেনস্তার মুখে পড়তে হচ্ছে।
ভিডিও বার্তায় তনুশ্রী বলেন, ‘গোটা বাড়ি তছনছ হয়ে পড়ে আছে। কোনো কাজের লোক রাখতে পারছি না, সব কাজ নিজেকেই করতে হচ্ছে। আমি মানসিকভাবে বিধ্বস্ত।’ তিনি আরও জানান, বাড়ির বাইরেও লোকজন নানা খারাপ মন্তব্য করে যাচ্ছে। তবে হেনস্তার পেছনে কারা বা কী কারণ, তা স্পষ্ট করে বলেননি তিনি।
এই ঘটনার পর থেকে তনুশ্রীর বহু ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি নিয়ে পুলিশের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।