ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

যার কারণে ভেঙে যায় আহান-সুহানার প্রেম?

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৯:৪২ এএম
ছবি -সংগৃহীত

ক্যারিয়ারের শুরুতেই বাজিমাত আহান পান্ডের। ক’জনের ভ্যাগ্যেই এমনটা হয়। গোটা ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তার সিনেমা। যেখানে সিনেমাপ্রেমী লোকজন সেখানেই আলোচনা আহানের এই সিনেমা নিয়ে। 

চতুর্দিক যখন মুখর, ঠিক তখনই শোরগোল ফেলে দিল এক প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, সাইয়ারাখ্যাত আহান পান্ডে নাকি প্রেম করতেন শাহরুখকন্যা সুহানা খানের সঙ্গে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তখন সুহানা ও আহান কেউই সিনেমার জগতে পা দেননি। কিন্তু পাপারাজ্জিদের কল্যাণে সুহানা ও আহান প্রথম থেকেই খবরে থাকতেন। সে সুবাদেই বেশ কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল আহান ও সুহানার ডেটিংয়ের ভিডিও। যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল দুজনকে।

আরও জানা যায়, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার আগে আহানকেই নাকি মন দিয়েছিলেন সুহানা। আর কিন্তু তাদের বন্ধুত্ব গাঢ় হওয়ার আগেই সুহানার মন জিতে নেন অমিতাভের নাতি।

তবে গুঞ্জনে রয়েছে, অগস্ত্য়র জন্যই নাকি সুহানার জীবন থেকে সরে যান আহান। এরপর অগস্ত্য ও সুহানা মিলে দ্য আর্চি সিরিজে পা রাখেন। আর অন্যদিকে সাইয়ারা ছবির জন্য নিজেকে তৈরি করতে থাকেন আহান পান্ডে।