ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

‘থ্রি ইডিয়ট’ তারকার হাত ধরে বলিউডে পা রাখছেন তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৭:৩৫ পিএম
বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা ও বলিউড তারকা শারমান জোশি। ছবি- সংগৃহীত

বলিউড তারকা শারমান জোশির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ঢাকার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বহুদিন ধরে সিনেমার প্রস্তাব পেলেও গল্প পছন্দ না হওয়ায় রাজি হননি তিশা। এবার অবশেষে মনমতো গল্প পেয়ে রাজি হয়েছেন, তবে তা ঢালিউড নয়, প্রথমবারের মতো টালিউডের ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। ছবির নাম ‘ভালোবাসার মরসুম’, পরিচালনায় কলকাতার নির্মাতা এম এন রাজ।

 তিশা ও  শারমান।  ছবি- সংগৃহীত

পরিচালক জানান, পুরো গল্প ঘুরবে তিশার চরিত্র ‘হিয়া’কে ঘিরে। হিয়া নামের এক ছাত্রীর জীবনের জটিল প্রেমের টানাপোড়েনই ছবির মূল বিষয়। হিয়ার প্রেমে পড়েন তার শিক্ষক ‘আবির’, এই চরিত্রে দেখা যাবে শারমান জোশিকে। 

বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা।  ছবি- সংগৃহীত

প্রেম, বিয়ে এবং পরবর্তী টানাপোড়েনের মধ্য দিয়ে তৈরি হয় নতুন উত্তেজনা, যেখানে একটি গুরুত্বপূর্ণ বাঁক এনে দেয় ‘বাসার’ নামের চরিত্রটি। এই চরিত্রে থাকছেন বাংলাদেশের অভিনেতা খাইরুল বাশার। ‘ব্যাচ ২৭’, ‘তালাশ’, ‘নেটওয়ার্কের বাইরে’র মতো কাজের মাধ্যমে দর্শকের মন জয় করা বাশারের জন্য এটিই টালিউডে অভিষেক।

 বলিউড তারকা শারমান জোশি। ছবি- সংগৃহীত

পরিচালক এম এন রাজ বলেন, ‘এই ছবির গল্প পুরোপুরি তিশাকে ঘিরে। শুরু থেকে শেষ পর্যন্ত সে-ই কেন্দ্রীয় চরিত্র। হিয়ার জীবনের সম্পর্কের জটিল সমীকরণ ফুটে উঠবে এতে।’ 

তিনি আরও জানান, দার্জিলিংয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে ছবির শুটিং। এরপর অক্টোবরে মুর্শিদাবাদে হবে দ্বিতীয় ধাপের শুটিং। মুক্তি পরিকল্পনা ২০২৬ সালের ভালোবাসা দিবসে।

 তানজিন তিশা। ছবি- সংগৃহীত

সিনেমায় শারমান জোশির পুরোনো প্রেমিকা ‘পারমিতা’র চরিত্রে থাকছেন টালিউডের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। শারমান ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি সত্যজিৎ রায়ের বড় ভক্ত। বাংলা সিনেমায় কাজ করতে পারাটা আমার জন্য সম্মানের। আঞ্চলিক ভাষার সিনেমাগুলো এখন দুর্দান্ত হচ্ছে।’

তানজিন তিশা।  ছবি- সংগৃহীত

তানজিন তিশার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কলকাতার কাস্টিং ডিরেক্টর শরিফ জানিয়েছেন, ‘তানজিন তিশা ও খাইরুল বাশারের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। ৩০ জুলাই অফিসিয়ালি ঘোষণা দেওয়া হবে।’