প্রেম, সংগীত আর তারুণ্যের আবেগ মিশিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘সাইয়ারা’ ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এ চলচ্চিত্রটি শুধু মন জয়ই করেনি, রীতিমতো আবেগের ঢেউ তুলেছে সিনেমা হলে। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকরা কেঁদে ভাসাচ্ছেন হল, কেউ কেউ আবার অজ্ঞানও হয়ে পড়ছেন সিনেমা চলাকালীন।
এমন প্রতিক্রিয়া সাধারণত খুব কম সিনেমাতেই দেখা যায়। তবে শুধু আবেগ নয়, বক্স অফিসেও রেকর্ড গড়ছে ‘সাইয়ারা’। মুক্তির মাত্র সাত দিনেই ছবিটি নির্মাণ ব্যয়ের চারগুণ আয় করেছে!
বিভিন্ন বাণিজ্যিক সূত্র অনুযায়ী, ‘সাইয়ারা’ প্রথম দিনেই ২১.৫ কোটি রুপি আয় করে। দ্বিতীয় দিন আয় করে ২৬ কোটি এবং তৃতীয় দিনে সংগ্রহ দাঁড়ায় ৩৫.৭৫ কোটি রুপি। প্রথম তিন দিনে ছবিটির আয় প্রায় ৮৩ কোটি রুপি ছাড়িয়ে যায়।
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে আয় যথাক্রমে ২৪ কোটি, ২৫ কোটি এবং ২১.৫ কোটি রুপি। সপ্তম দিনে অর্থাৎ শুক্রবারে ছবিটি আয় করে ১৮.৭৫ কোটি রুপি।
প্রাথমিক হিসাব অনুযায়ী, ‘সাইয়ারা’র মোট আয় এখন ১৭২.৫০ কোটি রুপির বেশি, যা ছবিটির নির্মাণ ব্যয়ের প্রায় চার গুণ। বলিউডের সাম্প্রতিক বক্স অফিস ট্রেন্ড বিশ্লেষণে দেখা গেছে, দীর্ঘদিন পর কোনো নতুন তারকা জুটি নিয়ে নির্মিত সিনেমা এমন আলোচনায় এসেছে।
বিশেষজ্ঞদের মতে, সিনেমাটির সাফল্যের পেছনে এর আবেগময় গল্প, সুরেলা সংগীত এবং প্রযোজনা মানই মূল ভূমিকা রেখেছে।
এই সপ্তাহে বলিউডে কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি না পাওয়ায় ‘সাইয়ারা’র আয় আরও বাড়বে বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ায় তরুণ দর্শকদের কাছে সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
আপনার মতামত লিখুন :