ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্র সিং দেওল ‘মারা গেছেন’ বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন তার মেয়ে এশা দেওল। মৃত্যুর সংবাদ সত্য নয় উল্লেখ করে তিনি জানিয়েছেন, বাবা সুস্থ হয়ে উঠছেন।
মিডিয়ায় বাবার মৃত্যুর খবরে ক্ষুব্ধ এশা দেওল ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, ‘মিডিয়াগুলো অতিরিক্ত প্রচার চালাচ্ছে। মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে। আমার বাবা স্থিতিশীল। সুস্থ হয়ে উঠছেন। আমরা সবাইকে আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের প্রার্থনার জন্য ধন্যবাদ।’
মৃত্যুর সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন সহধর্মিণী হেমা মালিনীও। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন তার সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার ও তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।’
মঙ্গলবার সকাল থেকেই ভারতের কিছু গণমাধ্যম যেমন ইন্ডিয়া টুডে, ইকোনমিকস টাইমস, জি নিউজ ও টেলিগ্রাফের প্রতিবেদনে মৃত্যুর খবর প্রকাশ করা হয়। এমনকি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, চিত্রনাট্যকার জাবেদ আখতারসহ আরও কেউ কেউ তার মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। পরে অবশ্য রাজনাথ সিং তার পোস্ট মুছে ফেলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন