মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৯:৪০ এএম

৬০ বছর বয়সে নতুন প্রেমে মজেছেন আমির

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৯:৪০ এএম

আমিরের জীবনে তিন নারী। ছবি - সংগৃহীত

আমিরের জীবনে তিন নারী। ছবি - সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও নতুন করে প্রেমে পড়েছেন- এ খবর এখন বলিউড পাড়ায় অন্যতম আলোচ্য বিষয়। দু’টি দাম্পত্য ভাঙনের পর নতুন করে প্রেমের আলো দেখেছেন তিনি। এই মুহূর্তে তার জীবনে বিশেষ জায়গা করে নিয়েছেন গৌরী স্প্র্যাট। প্রায় সব অনুষ্ঠানেই তাকে নিয়ে দেখা যায় আমিরকে। যদিও নতুন প্রেমে মশগুল হলেও প্রাক্তন দুই স্ত্রীকে ভুলে যাননি তিনি।

১৯৮৬ সালে আমির বিয়ে করেন রিনা দত্তকে। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য এবং দুই সন্তানের বাবা-মা তারা। রিনাকে স্মরণ করে আমির বলেন, তিনি রিনার সঙ্গেই বড় হয়েছেন এবং রিনার প্রতি তার শ্রদ্ধা আজও অটুট। তবে ২০০২ সালে ভেঙে যায় তাদের সম্পর্ক।

রিনার সঙ্গে বিচ্ছেদের পর শোনা যায়, আমির নাকি প্রেমে পড়েছেন কিরণ রাও–এর। যদিও কিরণ এই গুঞ্জন কখনোই স্বীকার করেননি। পরে ২০০৫ সালে তারা বিয়ে করেন। প্রায় ১৫ বছরের দাম্পত্যের পর ২০২১ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দু’জন। তবু বন্ধুত্ব বজায় রয়েছে আগের মতোই। আমিরের কথায়, স্বামী–স্ত্রীর সম্পর্ক শেষ হলেও বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি।

দুটি দীর্ঘ দাম্পত্য ভেঙে যাওয়ার পর আমির ভেবেছিলেন, তার জীবনে আর প্রেম আসবে না। কিন্তু সেই কঠিন সময়ে জীবনে শান্তি নিয়ে আসেন গৌরী স্প্র্যাট। আমির নিজেই বলেছেন, যখন তিনি মনে করছিলেন আর কখনো ভালোবাসা পাবেন না, ঠিক তখনই গৌরী তার জীবনে অদ্ভুত প্রশান্তি এনে দেন।

সর্বশেষে আমির জানান, রিনা, কিরণ, গৌরী- সবাই তার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। দুই পরিবারের মানুষদের নিয়েই তারা এখন এক রকম বড় পরিবার। আমিরের ভাষ্যে, ‘আমি, রিনা, কিরণ, তাদের বাবা–মা, আমার পরিবার আর গৌরী- আমরা সবাই মিলেই একটা পরিবার, আর আমাদের সম্পর্ক খুব ভালো।’

Link copied!