ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫

নোয়াখালী থেকে সরাসরি কানের লালগালিচায় আল আমিন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৫, ১১:৫০ পিএম
‘আলী’ সিনেমার প্রধান চরিত্র অভিনেতা আল আমিন। ছবি- সংগৃহীত।

নোয়াখালীর এক নিভৃত পল্লির তরুণ, যার কণ্ঠে আছে দ্বৈততা। একই সঙ্গে নারী ও পুরুষের কণ্ঠে গান গেয়ে যিনি একসময় ভাইরাল হন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সেই আল আমিন এখন আছেন ফ্রান্সে, কানের লালগালিচায় হাঁটার অপেক্ষায়। কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নেওয়া বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’র প্রধান চরিত্রে অভিনয় করেন তিনিই।

আলী সিনেমার পোস্টার। ছবি - সংগৃহীত। 

‘ভাইরে ভাই, কী বলব! নোয়াখালী থেকে ফ্রান্সে এসে অটোগ্রাফ দিলাম। জীবনে এভাবে অটোগ্রাফ দেব, কোনোদিন কল্পনা করিনি। তাদের আন্তরিকতায় আমি অবাক’- একটি গণমাধ্যমকে বলেন আল আমিন।

শুধু অভিনয় নয়, তার জীবনকাহিনিও যেন একটি সিনেমার মতোই। গানের মাধ্যমে শুরু, এরপর অনলাইন ট্রোলিং, নেতিবাচক মন্তব্যের পাহাড় ডিঙিয়ে একদিন ঠিক পৌঁছে যান কানের মঞ্চে। 

তিনি বলেন, ‘শাকিব খান থেকে জয়া আহসান- সবার ফেসবুকেই নেতিবাচক মন্তব্য থাকে। সেখানে আমি তো কেউ না, নগণ্য একজন। আমাকে কে কী বলল, সেগুলো গুরুত্ব না দিয়ে এখান থেকে ভালো কিছু করার শক্তি সংগ্রহ করতাম।’

‘আলী’ সিনেমার শুটিং হয় গত নভেম্বরে সিলেট ও সুনামগঞ্জে। পরিচালনায় ছিলেন আদনান আল রাজীব। 

শুরুতে কাস্টিং ডিরেক্টরের প্রস্তাব পেয়ে সিনেমাটিতে আগ্রহ দেখাননি আল আমিন। ভাবছিলেন এটা হয়তো সাধারণ এফডিসি ঘরানার কাজ। পরে পরিচালক রাজীবের নাম শুনেই মত দেন। সেই থেকেই শুরু হয় তাঁর অভিনয়ের যাত্রা।

আল আমিন বলেন, ‘মার্চে শুনেছিলাম, সিনেমাটি কোনো উৎসবে যায়নি। মন ভেঙে গিয়েছিল। পরে এপ্রিলের একদিন রাজীব ভাই ফোনে বললেন, ‘কোনো উৎসব মানে? বিশ্বের সেরা উৎসবে নির্বাচিত হয়েছে!’ কয়েক হাজার সিনেমার মধ্যে আলী জায়গা পেয়েছে শুনে শরীর কাঁপছিল।’

পরিচালক আদনান আদনান আল রাজীবের সঙ্গে অভিনেতা আল আমিন। ছবি- সংগৃহীত।

চঞ্চল চৌধুরী তার প্রিয় অভিনেতা। তিনি বলেন, ‘চঞ্চল ভাই যেমন পোশাক পরেন, আলী সিনেমায় আমার কস্টিউম অনেকটাই তেমন। আমি চাই, তাঁর মতো শক্তিশালী অভিনয়শিল্পী হতে।’

এই কানযাত্রায় সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল বাসস্ট্যান্ডে যখন কেউ একজন তাকে বলেছিল, ‘তুমি তো তারকা। তুমি যখন অনেক বড় তারকা হবে, তখন এই অটোগ্রাফ অনেক টাকায় বিক্রি করব।’

পরিচালক আদনান আল রাজীব বলেন, ‘এখন আমরা অপেক্ষা করছি সিনেমাটির প্রদর্শনীর। একদিন আগেই জানতে পেরেছি, আমাদের সিনেমাটির দুটি প্রদর্শনী হবে ২৩ মে। সেখানে আমরা টিমের সবাই একসঙ্গে উপস্থিত থাকছি, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে।’

শুক্রবার (১৬ মে) দেশ ছাড়ার আগে আল আমিন নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘দেশকে রিপ্রেজেন্ট করতে আলী যাচ্ছে কান ফেস্টিভালে।’

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের সিনেমা ‘আলী’ প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ২৪ মে স্বল্পদৈর্ঘ্য বিভাগে দেওয়া হবে পাম ডি’ওর। 

আর সেই পুরস্কারের স্বপ্ন চোখে নিয়ে এখন কানের রাজপথে হাঁটছেন এক সময়কার সমালোচনার শিকার তরুণ, যিনি এখন অভিনেতা আল আমিন।