ঢালিউডের খ্যাতিমান খল-অভিনেতা সাংকো পাঞ্জার দাফন আজ শুক্রবার সকাল ১০টায় সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাসুমাবাদে শ্বশুরবাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
ক্যানসারে আক্রান্ত এই অভিনেতা বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান একটি গণমাধ্যমকে বলেন, ‘সাংকো পাঞ্জা ভাই দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তিনি আমাদের ছেড়ে চলে যান।’
মৃত্যুর পর সেখান থেকেই তার মরদেহ নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার শ্বশুরবাড়িতে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সেখানেই সকাল ১০টায় জানাজা শেষে দাফন কার্যক্রম সম্পন্ন হয়। জানাজায় চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের সন্তান সাংকো পাঞ্জা ঢাকাই চলচ্চিত্রে নিজস্ব ঢঙে খল-চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।
এরপর দুই শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনি সম্মানিত সদস্য ছিলেন। পারিবারিক জীবনে দুই কন্যার পিতা ছিলেন।
অভিনয় শিল্পী সাংকো পাঞ্জার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন সহজ, সাদাসিধে ও নিবেদিতপ্রাণ শিল্পী হিসেবে স্মরণ করেন।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন