মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০২:১৯ পিএম

শাকিবকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে জাহিদ হাসান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০২:১৯ পিএম

শাকিবকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে জাহিদ হাসান। ছবি - সংগৃহীত

শাকিবকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে জাহিদ হাসান। ছবি - সংগৃহীত

শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ শব্দ ব্যবহারে আপত্তি জানিয়েছিলেন জাহিদ হাসান। সম্প্রতি এক লাইভ টক শোতে তিনি বলেন, ‘মেগাস্টার শব্দটা কানে লাগে।’ এই বক্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে ঝড়। শাকিব ভক্তরা সামাজিক মাধ্যমে জাহিদ হাসানকে একের পর এক তীর্যক মন্তব্যে বিদ্ধ করছেন।

ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তাণ্ডব’ এবং জাহিদ হাসানের ‘উৎসব’ নিয়ে আলোচনার সময় উঠে আসে ‘মেগাস্টার’ শব্দের প্রসঙ্গ। তিনি মনে করেন শাকিব খানের নামের কারণেই এতবড় হিট হয়েছে তাণ্ডব।  

জাহিদ হাসান তখন বলেন, ‘আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা করে ধরা হয় শাকিব খানের জন্য। তাঁকে শুধু শাকিব খান বলা হয় না, বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাঁকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।’

এই মন্তব্য শাকিব ভক্তদের একদমই ভালো লাগেনি। অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। শোবিজ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপেও এই বিষয়ে চলছে উত্তপ্ত আলোচনা।

একজন শাকিব ভক্ত লিখেছেন, ‘এই জন্যই নাটকের শিল্পীদের বড় পর্দায় পয়দা করা উচিত না। এদের মন মানসিকতা ছোট। বড় পর্দার মানুষদের মনের জায়গা সব সময় বড় হয়।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘জাহিদ হাসান শিগগিরই চুপ হয়ে যাবে। চঞ্চল চৌধুরী হিট সিনেমা দিয়েও কখনও এ রকম কথা বলেন না। প্রথম হিটে আবেগ ধরে রাখতে পারেননি উনি।’

কেউ কেউ আবার বলেছেন, ‘জাহিদ হাসান যা বলেছে দেশের অর্ধেক মানুষের মাথায়ই ঢুকবে না। উল্টো গালি খাবে।’

এক শাকিব ভক্তের মত, ‘মেগাস্টার তো বীরশ্রেষ্ঠ বা বীরপ্রতীক নয়, এটা ব্যক্তিগত ভালো লাগা-না লাগার বিষয়। এখানে কেউ পছন্দ না করলে গোস্বা করার কিছু নেই। বরং ইন্ডিয়ান স্টার কালচার থেকে একটু বের হওয়াই ভালো।’

জাহিদ হাসানের এই মন্তব্যের পর ‘উৎসব’ সিনেমার সাফল্যের পাশাপাশি এখন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে শাকিব ভক্তদের এই প্রতিক্রিয়ার বিষয়ে জাহিদ হাসান এখনো কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক মাধ্যমে যে তিনি তুমুল সমালোচনার মুখে পড়েছেন, তা বলাই বাহুল্য

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!