শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০২:৫৮ পিএম

ভাই-বোনের গল্প নিয়ে ‘আলী’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০২:৫৮ পিএম

`আলী‍‍` সিনেমার পোস্টার। ছবি- রূপালী বাংলাদেশ

`আলী‍‍` সিনেমার পোস্টার। ছবি- রূপালী বাংলাদেশ

‘মন জানে না মনের ঠিকানা’, ‘ভালোবাসা এমনই হয়’ এবং ‘ভয়াল’-এর পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। তার অভিনীত ‘আলী’ সিনেমাটি আগামী ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ জানালেও নানা কারণে শেষ পর্যন্ত মুক্তি পায়নি। অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘আলী’। পাহাড়ের কোলে বেড়ে ওঠা দুই ভাই-বোন আলী ও রশ্নির বিয়োগান্তক অথচ অনুপ্রেরণামূলক গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।

বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমায় ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং রশ্নির চরিত্রে আছেন প্রতিজ্ঞা। তাদের সঙ্গে আরও অনেক তারকা শিল্পী এই সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী ইরফান সাজ্জাদ। তিনি বলেন, ‘এই নাটকটি আমার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে। ভাই-বোনের ভালোবাসার এ এক অন্যরকম গল্প। আমরা সবাই অনেক চেষ্টা করেছি। কাজটি নিয়েও অনেক আশাবাদী। আশা করি, দর্শক আমাদের কাজটি অনেক পছন্দ করবেন।’

রশ্নি স্বপ্ন দেখে ঢাকায় পড়াশোনা করে স্বাবলম্বী হতে, কিন্তু তার ভাই আলী চায় না শহরের অনিরাপদ পরিবেশে তার বোন পা রাখুক। এক ভয়াবহ দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দুই আত্মার আত্মীয়। বাকপ্রতিবন্ধী আলী এরপর বেঁচে থাকার এক কঠিন সংগ্রামে নামে। নির্যাতন, নিঃসঙ্গতা, অবিচার আর ঘৃণার মাঝেও সে হার মানে না।

অন্যদিকে, রশ্নিও ভাইয়ের জন্য অপেক্ষা করে, তাকে খোঁজে এবং তার জন্য লড়াই করে চলে। এই সিনেমা ভাই-বোনের ভালোবাসার এক অন্যরকম গল্প তুলে ধরেছে, যেখানে শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে মানবিক সম্পর্ক।

ক্যামেরা সহকারী হিসেবে যাত্রা শুরু হয়েছিল নির্মাতা বিপ্লব হায়দারের। ছোট পর্দা থেকে তিনি বড় পর্দায় এসেছেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘ভয়াল’। দ্বিতীয় সিনেমা ‘আলী’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!