কাজী আনোয়ার হোসেনের লেখা ‘মাসুদ রানা’ সিরিজের উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। পরিচালনা করছেন আকা রেজা গালিব, চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধু মাসুমা মায়মুর। প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।
মূলত সত্তরের দশকের পটভূমির গল্প হলেও ওয়েব ফিল্মটিকে আধুনিক প্রেক্ষাপটে রূপ দিয়েছেন নির্মাতারা। পরিচালক জানান, গল্পে পারিবারিক আবহের পাশাপাশি থাকছে থ্রিলারধর্মী উপাদান।
কিছু চরিত্রের নাম ও ঘটনার মোড়ও পরিবর্তন করা হয়েছে সময়োপযোগী করার লক্ষ্যে। পুরো কাজটি করা হয় কাজী আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে বিস্তারিত আলোচনা করে।
ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। এক মায়ের চরিত্রে দেখা যাবে তাকে, যিনি মেয়ের গোপন প্রেমিককে দুর্ঘটনাবশত হত্যা করে ফেলেন।
এরপর সত্য লুকিয়ে রাখার চেষ্টায় জড়িয়ে পড়েন নতুন সংকটে। পুলিশি অনুসন্ধানের মুখে পড়েন আর শুরু হয় উত্তেজনাপূর্ণ এক মানসিক লড়াই।
অন্য চরিত্রে থাকছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, কাজী আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে ১৯ জুলাই মুক্তির পরিকল্পনা থাকলেও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই মুক্তির ঘোষণা আসবে বলে জানান তিনি