‘তান্ডব’-এর পর নতুন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন চরিত্র নিয়ে ইতোমধ্যেই ঢালিউডে শুরু হয়েছে ফিসফাস। যুক্তরাষ্ট্রে অবকাশ কাটিয়ে আগামী সপ্তাহে দেশে ফিরেই নাকি হাতে তুলে নেবেন এক রোমাঞ্চকর সিনেমার স্ক্রিপ্ট, যা শুধু গল্পেই নয়, নাম নিয়েও জমিয়েছে জল্পনা।
বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছে,‘কিং খান’ নাকি হয়ে যাচ্ছেন ‘মেজর সিনহা’। ২০২০ সালের আলোচিত কক্সবাজারের ঘটনাকে ঘিরে এই গুঞ্জন আরও উসকে দিয়েছে, তবে ভেতরের খবর বলছে, বিষয়টি এতটা সরাসরি নয়।
একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, শাকিব সেনা কর্মকর্তা নন, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দুর্ধর্ষ এজেন্টের ভূমিকায় হাজির হবেন। এই চরিত্রে তাকে দেখা যাবে দেশের জন্য একের পর এক শ্বাসরুদ্ধকর অপারেশন চালাতে, কখনো গোপনে, কখনো প্রকাশ্যে, আর মাঝে মাঝেই রাজনৈতিক অঙ্গন নাড়িয়ে দিতে। কাহিনিতে থাকবে বাস্তব ঘটনার ছোঁয়া, কিন্তু নাটকীয়তার মিশেলে সেটি পরিণত হবে রূপালি পর্দার ঝড়ো অভিজ্ঞতায়।
পরিচালক সাকিব ফাহাদের জন্যও এটি বড় বাজির সিনেমা। বিজ্ঞাপন ও টিভি নাটকে হাত পাকানো এই নির্মাতা প্রথমবার বড় পর্দায় শাকিবকে নিয়ে আসছেন এমন এক চরিত্রে, যা হবে দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের এক উপযুক্ত মিশ্রণ। ছবির শুটিং হবে থাইল্যান্ড ও বাংলাদেশে, আর বলিউড ও দক্ষিণ ভারতের টেকনিক্যাল টিম যুক্ত থাকবে প্রজেক্টে।
নায়িকার নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে শোনা যাচ্ছে ছোটপর্দার এক জনপ্রিয় মুখকে এ ছবিতে দেখা যেতে পারে। সরকারি অনুমতি ইতোমধ্যেই মিলেছে, ফলে সেপ্টেম্বরেই ক্যামেরা অন, আর পরের বছর ডিসেম্বরেই নাকি মুক্তি পাবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যে একযোগে।
এখন দেখার বিষয়, শাকিব কি সত্যিই ‘মেজর সিনহা’ হয়ে ফিরবেন, নাকি রহস্যময় গোয়েন্দা এজেন্টের নতুন অবতারে ঢালিউডে তুলবেন অ্যাকশনের ঝড়। যে ভাবেই হোক, ঢাকাই ছবির এই নায়ক ফিরছেন বড় বাজির খেলায়, আর ভক্তদের অপেক্ষা এখন শুধু প্রথম লুকের।