ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা পরীমণি এবার জন্মদিন উদযাপন করেছেন মালয়েশিয়ায়। জন্মদিনের মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। তার সঙ্গে ছিলেন সহকর্মী ও ঘনিষ্ঠ টিম সদস্যরা।
ছবিগুলোতে দেখা যায়, জন্মদিনের আয়োজনে মিষ্টি মুখেই ধরা দিয়েছেন পরীমণি। এ সময় তার সঙ্গে ছিলেন সহকর্মীরা। আর ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তার কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন।
ছবিগুলো পোস্ট করে তিনি ফেসবুকে লেখেন, আমার অর্ধেক জীবনের সবচেয়ে ভালো ও সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো পরী। জীবনে যোগ করার মতো, আর কখনোই না ভুলার মতো সময় উদযাপন করছি এখন; এই জন্মদিনটা, কি যেন তুমি একটা।
তিনি আরও লেখেন, এই ১৪ বছরেও নতুন করে আবিষ্কার করা শেষ হয় না তোমাকে... আই লাভ ইউ, উই লাভ ইউ... শুভ জন্মদিন আমাদের সবার পরী।
সহকর্মীর এই আবেগঘন বার্তায় অভিভূত পরীমণি মন্তব্য ঘরে তিনটি ভালোবাসা ও চুমুর ইমোজি দিয়ে লেখেন, ‘তুমি একটা আমি!’
পরীমণি সবসময় তার টিম ও সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। কস্টিউম ডিজাইনার গোলাম হোসেনের সঙ্গেও তার সম্পর্ক বরাবরই আলোচনায় ছিল।
কখনো একসঙ্গে ঘুরতে বের হওয়া, কখনো নাচ বা খুনসুটি—সবসময়ই তাদের মজার মুহূর্তগুলো নিয়ে ভক্তদের আগ্রহ ছিল প্রবল। অনেকেই তাদের রসায়ন নিয়ে কৌতূহল দেখালেও, ঘনিষ্ঠ সূত্রের মতে, তাদের সম্পর্ক নিছক বন্ধুত্বের।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন