সম্প্রতি রাজধানীর উত্তরার সেক্টর-৪ এলাকায় শুটিংয়ের কারণে জনদুর্ভোগের অভিযোগ এনে শুটিং হাউসগুলোতে ভাড়া না দেওয়ার আহ্বান জানায় উত্তরা কল্যাণ সমিতি। তবে নির্মাতা, শিল্পী এবং ডিরেক্টরস গিল্ডের প্রবল আপত্তির মুখে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয় সংস্থাটি।
শনিবার (২৬ জুলাই) উভয় পক্ষের মধ্যে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি কিছু শর্ত আরোপের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, রাতে আমাদের বৈঠক। আমরা আশাবাদী, সেখানেই একটা সমাধান হবে।
উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪-এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন,আমরা এলাকাবাসীর কল্যাণ চাই। তাই কিছু নিয়ম আরোপ করতে হয়। উদ্দেশ্য কাউকে ক্ষতিগ্রস্ত করা নয়। আলোচনা করেই একটি সমাধানে পৌঁছাতে চাই আমরা।
শুটিং হাউস মালিকদের পক্ষ থেকে ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক ও সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ৩০ বছর ধরে বৈধভাবে আমরা এই ব্যবসা করছি। হঠাৎ নিষেধাজ্ঞা মেনে নেওয়া যায় না। আশা করছি, আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা বরাবরই চেয়েছি আবাসিক পরিবেশ রক্ষা করে শুটিং চালাতে।
উল্লেখ্য, জনসমাগম, শব্দদূষণ ও নিরাপত্তাজনিত অভিযোগের প্রেক্ষিতে ২০ জুলাই কল্যাণ সমিতি শুটিং হাউসগুলো বন্ধের নির্দেশ দেয়। তবে এ সিদ্ধান্ত শিল্পাঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করায় শেষ পর্যন্ত আলোচনায় বসতে রাজি হয় দুই পক্ষ।