ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

অস্কার একাডেমিতে জায়গা পেলেন পাঁচ ইরানি চলচ্চিত্রকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৯:৫৫ পিএম
অস্কার একাডেমিতে জায়গা পেয়েছেন পাঁচ ইরানি চলচ্চিত্রকার। ছবি - সংগৃহীত

চলচ্চিত্রের অস্কার প্রদানকারী সংস্থা ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’-এর সদস্য হওয়ার জন্য ডাক পেয়েছেন পাঁচজন ইরানি চলচ্চিত্রকার।

তাদের মধ্যে রয়েছেন হোসেইন মোলায়েমি, শিরিন সোহানি, সাইদ রুস্তাই, পেমান মাদি এবং আলী গাজী। বিগত বছরগুলিতে চলচ্চিত্রে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাদের এ আমন্ত্রণ জানানো হয়।

একাডেমির প্রধান নির্বাহী বিল ক্র্যামার এবং সভাপতি জ্যানেট ইয়াং বলেন, ‘আমরা এই শিল্পীদের একাডেমিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। তাদের প্রতিভা ও প্রতিশ্রুতি বিশ্ব চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

এ বছর মার্চে ‘ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস’ ছবির জন্য ৯৭তম একাডেমি পুরস্কারে সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের পুরস্কার জেতেন হোসেইন মোলায়েমি এবং শিরিন সোহানি। এটি ছিল অস্কারে বিজয়ী প্রথম ইরানি অ্যানিমেটেড বা লাইভ-অ্যাকশন শর্টফিল্ম। 

তেহরান ইউনিভার্সিটি অব আর্ট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা মোলায়েমি ২০০৪ সালে এবং সোহানি ২০১২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। মোলায়েমি পরিচালনা, চরিত্র নকশা, স্টোরিবোর্ড এবং অ্যানিমেশনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবেও কাজ করেছেন। সোহানি কাজ করেছেন পরিচালনা, ধারণা নির্মাণ, পটভূমি চিত্রায়ন, চিত্রনাট্য লেখা এবং প্রযোজনায়।

এ ছাড়া ৩৫ বছর বয়সী সাইদ রুস্তাই ‘লায়লার ব্রাদার্স’, ‘ল অব তেহরান’, ‘লাইফ অ্যান্ড অ্যা ডে’ এবং ‘ওম্যান অ্যান্ড চাইল্ড’ সিনেমার জন্য পরিচিত। এই আমন্ত্রণের মধ্য দিয়ে ইরানি চলচ্চিত্র জগতে আরও একবার গৌরবের পালক যুক্ত হলো।

তথ্যসূত্র: তেহরান টাইমস, ইসনা