ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ফ্যান্টাস্টিক ফোরের সঙ্গে দেখা যাবে ‘অ্যাভাটার ৩’-এর ট্রেইলার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০২:২৭ পিএম
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ও ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’। ছবি- সংগৃহীত

‘অ্যাভাটার’ ভক্তদের জন্য এবার যেন মেঘ না চাইতেই জল কিন্তু শর্তসাপেক্ষে! জেমস ক্যামেরনের বহু প্রতীক্ষিত ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রথম ঝলক এবার দেখা যাবে শুধু বড় পর্দায়, তাও আবার শুধু ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ সিনেমার আগে।

‘অ্যাভাটার’-এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, থিয়েটারে যারা মার্ভেলের নতুন ‘ফ্যান্টাস্টিক ফোর’ দেখতে যাবেন, শুধু তারাই উপভোগ করতে পারবেন ‘অ্যাভাটার ৩’-এর ট্রেইলার। অন্য কোথাও যেমন নেটফ্লিক্স বা ইউটিউবে এখনই আসছে না ছবিটির ফার্স্টলুক।

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর দৃশ্য। ছবি- সংগৃহীত

১৯ ডিসেম্বর-২০২৫ এ মুক্তি পাচ্ছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এরপরে আসছে আরও দুটি সিক্যুয়েল- চতুর্থ পর্ব ২০২৯ সালের ২১ ডিসেম্বর এবং পঞ্চম পর্ব ২০৩১ সালের ১৯ ডিসেম্বর মুক্তির তালিকায়।

এপ্রিল মাসে সান ফ্রান্সিসকোর সিনেমাকনে প্রথমবার এই ট্রেইলার দেখানো হয় গোপনে। সেখানে দেখা যায়, প্যান্ডোরার বর্ণিল প্রকৃতিতে এবার দুই নতুন না’ভি গোত্রের আবির্ভাব। আকাশে উড়ন্ত বেলুনসদৃশ যান নিয়ে ঘুরে বেড়ানো ‘উইন্ড ট্রেডারস’ এবং তাদের চিরশত্রু আগুনের পাখির পিঠে চড়ে যুদ্ধ করা ভয়ংকর ‘ফায়ার পিপল’। দুই পক্ষের সংঘাতে দেখা যায়, একজন না’ভিকে আগুনে জ্বলন্ত তীরে বিদ্ধ করা হচ্ছে।

ট্রেইলারে জেইক সালি (সাম ওয়ার্থিংটন) তার স্ত্রী নেইটিরিকে (জোয়ি সালদানা) বলেন, ‘এইভাবে আর বাঁচা যায় না, সোন। এই ঘৃণার সঙ্গে আর বাঁচা যায় না।’

‘দ্য ওয়ে অব ওয়াটার’-এর ঠিক পরে শুরু হচ্ছে ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর গল্প। আগের পর্বে দেখা গিয়েছিল, জেইকের পরিবার পানির গোত্র ‘মেটকাইনা’-র সঙ্গে হাত মিলিয়ে লড়াই করে ধ্বংসাত্মক রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে। এবার তারা মুখোমুখি ‘অ্যাশ পিপল’-এর- যারা জেইকের না’ভি জাতি ছেড়ে বেরিয়ে গিয়ে প্রাকৃতিক বিশ্বাসের বিরোধী এক ভয়ংকর রূপ নিয়েছে।

‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ সিনেমার দৃশ্য। ছবি- সংগৃহীত

‘অ্যাভাটার’ এবং ‘দ্য ওয়ে অব ওয়াটার’ বিশ্বব্যাপী বক্স অফিসে ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এবার যদি ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ সেই পথ ধরে এগোয়, তবে ইতিহাস গড়বে ‘অ্যাভাটার’- একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে তিনটি ছবিই ২ বিলিয়ন ক্লাবে।