শুক্রবার, ১৬ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৮:০০ পিএম

গাজাবাসীর পক্ষে সরব মার্কিন রেসলিং তারকা সিএম পাঙ্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৮:০০ পিএম

গাজাবাসীর পক্ষে সরব মার্কিন রেসলিং তারকা সিএম পাঙ্ক

জনপ্রিয় ডাব্লিউডাব্লিউই রেসলার সিএম পাঙ্ক। ছবি- সংগৃহীত।

পেশাদার রেসলিং দুনিয়ায় যেমন জনপ্রিয়তা, তেমনি স্পষ্ট মতপ্রকাশের জন্যও বরাবর আলোচনায় থাকেন রেসলার সিএম পাঙ্ক। ভক্তরা ভালোবেসে বলেন, ‘বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড’। যদিও বিতর্কের সঙ্গে তার ‘সখ্য’ বহুদিনের।

সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন নিয়ে বারবার নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো জনসমক্ষে।

এরই ধারাবাহিকতায় বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি আঁকা ছবি শেয়ার করেছেন, যেখানে গাজার চারপাশে রীতিমতো অবরুদ্ধ করে রাখা হয়েছে খাবারবাহী জাহাজ আর ট্রাক।

গাজার এক পাশে সমুদ্রপথে খাবারভর্তি জাহাজ, অন্য পাশে স্থলপথে অসংখ্য ট্রাক। কিন্তু কোনোটাই গাজায় ঢুকতে পারছে না। ছবির ওপরে বড় করে লেখা-  ‘এটি একটি মানুষসৃষ্ট দুর্ভিক্ষ’। 

পাঙ্কের শেয়ার করা ইন্সটাগ্রাম স্টোরি। ছবি- সংগৃহীত। 

এই ছবির মধ্যেই ‘গাজা’ শব্দটি উল্লেখ থাকলেও অনেকে এই স্টোরিকে সামগ্রিক এক মানবিক বার্তা হিসেবে দেখেছেন। আবার অনেকেই একে গাজা নিয়ে সরাসরি প্রতিবাদ বলে ব্যাখ্যা করছেন।

তবে ছবির বক্তব্য ছিল যথেষ্ট শক্তিশালী-  ‘খাদ্য আটকে রাখা হচ্ছে, আর দুর্ভিক্ষ তৈরি হচ্ছে মানুষের ইচ্ছায়।’

যদিও এই স্টোরির বিষয়ে সরাসরি মুখ খোলেননি নিজেকে ‘ভয়েস অফ দ্য ভয়েসলেস’ দাবি করা ভবিষ্যতের এই ডাব্লিউডাব্লিউই হল অব ফেইমার। উপরন্তু শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তিনি ছবিটি আবার ইন্সটাগ্রাম থেকে সরিয়ে দেন। এতে সৃষ্টি হয় ধোঁয়াশা। 

তবে সিএম পাঙ্ক বরাবরই সোচ্চার ছিলেন ফিলিস্তিন ইস্যুতে। কিছুদিন আগে ইনস্টাগ্রামে দুটি দেয়ালচিত্র (স্ট্রিট আর্ট) শেয়ার করেন তিনি। একটিতে লেখা ছিল ‘প্রতিরোধ করো’, আর অন্যটিতে স্পষ্ট করে আঁকা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ বার্তা। 

সেখানে ফিলিস্তিনি পতাকার রঙে রাঙানো ছবি, শিশুর মুখ এবং গাজার প্রতি সমর্থন জানানোর বার্তাও ছিল স্পষ্ট। এই ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছিলেন-  ‘ভ্রমণে গেলে এমন দেয়ালচিত্র সবসময় মন ছুঁয়ে যায়’।

এমন সময়েই তিনি শুনছিলেন ব্যান্ড ‘দ্য ক্ল্যাশ’-এর বিপ্লবী গান ‘দ্য গানস অব ব্রিকস্টন’, যেটি একধরনের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে বহু মানুষের কাছে।

এসব পোস্ট ছাড়াও সম্প্রতি ‘কেইজ ফিউরি ফাইটিং চ্যাম্পিয়নশিপ ১৩৭’ নামক একটি লাইভ ইভেন্টে অতিথি ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেন,  ‘আমি সিএম পাঙ্ক, আর আমি চাই এই গণহত্যা বন্ধ হোক’। তাঁর এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

আরও একটি মাধ্যমে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই গাজা থেকে ফিলিস্তিনিদের জাতিগতভাবে সরিয়ে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে লড়তে হবে, কারণ এটাই মূলত পুরো ভূখণ্ড দখলের উদ্দেশ্য’। বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে প্রশংসিত হয়।

যখন অনেক সেলিব্রেটি নীরব থাকেন, তখন সিএম পাঙ্ক তাঁর কণ্ঠ, জনপ্রিয়তা ও প্রভাবকে কাজে লাগিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন নির্ভয়ে। অনেকেই বলছেন,  তিনি শুধু রেসলিং রিংয়ের নয়, মানবতার পক্ষেরও লড়াকু যোদ্ধা।

আরবি/নক

Link copied!