ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

পুরুষশাসিত এক রেকর্ড ভাঙলেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:০১ পিএম
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ছবি - সংগৃহীত

এক সময় পাকিস্তানি চলচ্চিত্র জগতে আলোচনার কেন্দ্র ছিলেন কেবল দানিশ তৈমুর কিংবা ওয়াহাজ আলির মতো পুরুষ তারকারা, তবে আজ সেখানে এক এক নারীর নাম যেন রীতিমতো জ্বলজ্বল করছে -হানিয়া আমির। আর সেটাও কোনো ছোটখাটো অর্জনে নয়, পাক্কা ১০০ কোটির (১ বিলিয়ন) ভিউ নিয়ে!

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ছবি - সংগৃহীত

‘মেরে হাম সাফার’, ‘কাভি ম্যায় কাভি তুম’, ‘ইশকিয়া’ আর ‘মুঝে পেয়ার হুয়া থা’-এই চার নাটকের সম্মিলিত ইউটিউব ভিউ এখন ১ বিলিয়নেরও বেশি! 

এই কৃতিত্ব শুধু ললিউডে নয়, গোটা দক্ষিণ এশিয়ার টেলিভিশন ইন্ডাস্ট্রির এক বিরল ঘটনা। এক সময় যে জায়গায় ভিউয়ের মুকুট ছিল শুধু পুরুষদের মাথায়, সেখানে হানিয়া তাদের কাছ থেকে একরকম যেন ছিনিয়েই নিলেন শ্রেষ্ঠত্বের এই তকমা।

দানিশ তৈমুরের যেমন ছিল ‘ক্যায়সি তেরি খুদগর্জি’ আর ‘মন মাস্ত মালাং’-এর মতো ব্লকবাস্টার, আর ওয়াহাজ আলির ‘তেরে বিন’ আর ‘এহদ-ই-ওয়াফা’ ভিউয়ের ঝড় তোলে ইউটিউবে।

তবে হানিয়ার নাটকগুলোও কোনও অংশে কম যায় না। বিশেষ করে ‘মুঝে পেয়ার হুয়া থা’তে তার আবেগঘন অভিনয় এখনো দর্শকদের মনে গেঁথে আছে।

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ছবি - সংগৃহীত

তবে হানিয়ার এই সাফল্যের সবচেয়ে বড় দিক হলো, এটা শুধু তার একার অর্জন নয়। এটা এক ধরনের ‘কমপ্লিট প্যাকেজ’-যেখানে নারীকেন্দ্রিক গল্প, অনুভব ও চরিত্রই হয়ে উঠেছে দর্শকদের আসল ভালোবাসার কেন্দ্র।

শুধু রেকর্ড নয়, হানিয়া যেন নিজেই এখন এক ‘ট্রেন্ড’ হয়ে উঠেছেন। কে বলবে, ললিউড এখনো পুরুষতান্ত্রিক!