ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

কথিত প্রেমিককে নিয়ে রশ্মিকার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৯:১৮ পিএম
বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দান্না। ছবি- সংগৃহীত

একটা হিট ছবি, আর সেই উপলক্ষে এক আবেগঘন টুইট! বিজয় দেবরাকোন্ডার নতুন ছবি কিংডম মুক্তি পেয়েই দর্শকের প্রশংসা কুড়োচ্ছে—আর সেই আনন্দ যেন রশ্মিকা মন্দান্নার মুখেও হাসি ফুটিয়েছে। এই ‘রিউমার্ড কাপল’-এর প্রেমের কোনো আনু্ষ্ঠানিক ঘোষণা হয়নি, কিন্তু রশ্মিকার পোস্ট যেন আরেকবার আগুনে ঘি ঢেলে দিল।

রশ্মিকা মন্দান্না। ছবি - সংগৃহীত

বৃহস্পতিবার দুপুরে, সিনেমা রিলিজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রশ্মিকা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘তুমি আর তোমাকে ভালোবাসে এমন সবাই জানে, এটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। দেবরাকোন্ডা!! ম্যানম কোট্টিনাম!’— 

রশ্মিকার পোস্ট। ছবি- সংগৃহীত

যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আমরা বাজিমাত করেছি!’ বিজয়ের উত্তর আরও মিষ্টি ‘ম্যানম কোট্টিনাম’।

এখানেই শেষ নয়। বিজয় দেবরাকোন্ডা পরে নিজের ফ্যানদের উদ্দেশে লেখেন, ‘এই মুহূর্তে কেমন লাগছে, তোমাদের সবাইকে যদি অনুভব করাতে পারতাম। আহ ভেঙ্কান্না স্বামীর কৃপা, তোমাদের ভালোবাসা ছাড়া আমার মতো মানুষের আর কিছু দরকার নেই।’

বিজয় দেবরাকোন্ডার পোস্ট । ছবি - সংগৃহীত

কিংডম-এর ট্রেলার রিলিজের সময়ও বিজয়ের প্রতি রশ্মিকার উচ্ছ্বাস স্পষ্ট ছিল। তখন তিনি লিখেছিলেন, ‘একত্রিশ তারিখের জন্য আর অপেক্ষা করতে পারছি না! আগুন লাগিয়ে দিয়েছ দেবরাকোন্ডা! তোমরা তিনজন মিলে যা বানিয়েছ, দেখতে দারুণ কৌতূহল হচ্ছে।’।

বিজয় দেবরাকোন্ডা। ছবি- সংগৃহীত

ছবিতে বিজয় অভিনয় করেছেন একজন পুলিশ কনস্টেবল থেকে গুপ্তচর হয়ে ওঠা সূরির চরিত্রে। তার ভাই শিবের ভূমিকায় সত‍্যদেব, খলচরিত্র মুরুগান হিসেবে ভেঙ্কটেশ আর ডক্টর মধুর চরিত্রে ভগ্যশ্রী।

রশ্মিকা মন্দান্না। ছবি- সংগৃহীত

গল্পে রয়েছে ভারত থেকে শ্রীলঙ্কায় গোপন মিশনে পাড়ি দেওয়া দুই ভাইয়ের টানাপোড়েন, আবেগ আর দেশপ্রেমের এক নতুন রসায়ন।

সব মিলিয়ে, সিনেমার থেকেও সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা-বিজয়ের সম্পর্কটাই এখন বেশি আলোচনায়। ‘ম্যানম কোট্টিনাম’ কি শুধু সিনেমার জন্য? নাকি একইসঙ্গে ব্যক্তিগত সম্পর্কেরও একরকম ঘোষণা!